নতুন জার্সিকে দশে আট দিলেন বিরাট

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ভারতীয় দলের নতুন জার্সি উন্মোচন করলেন। (Photo: Surjeet Yadav/IANS)

নতুন জার্সি দেখার পর বেশ উদ্ভাসিত ভারতীয় অধিনায়ক। এবং নতুন জার্সি দেখার পর তিনি যেমন খুশি ঠিক তেমনই তিনি জানিয়ে দিয়েছেন ‘একটা অ্যাওয়ে ম্যাচেই আমাদের নতুন জার্সি পড়ে খেলতে হবে, বাকি ম্যাচগুলিতে আমরা নীল রঙের জার্সি পড়েই খেলতে নামব। আর ওটাই আমাদের প্রধান জার্সির রঙ। সেটা ভুলে গেলে চলবে না’।

সাংবাদিক সম্মেলনে যােগ দিয়ে বিরাট বলেন, ‘একটা ম্যাচের জন্য আমরা এই জার্সি পড়ছি। তবে জার্সির রঙটা খুব ভালাে, ওই জার্সি পড়ে যখন খেলতে নামব তখন নিজেদের বেশ গর্বিত অনুভব হবে। পাশাপাশি আমার মনে হয় না স্থায়ীভাবে এই জার্সি পড়ে খেলব। কারণ আমরা নীল রঙের জার্সি পড়েই বরাবর খেলে এসেছি। তবে, এই জার্সিকে আমি দশের মধ্যে আট নম্বর দেব’।

এদিকে বিরাটের পছন্দ হলেও, কংগ্রেস, সমাজবাদী পার্টির মতাে রাজনৈতিক দলগুলির অবশ্য ভারতীয় দলের নতুন জার্সিকে ‘গৈরিকীকরণ’ হিসেবে দেখছে। এ নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। বিরাট যদিও রাজনীতির প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন।