• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ফাইন বিরাটদের

সাউথ আফ্রিকা সফরে প্রথম টেস্টে দারুণ জয় তুলে নেওয়ার আনন্দ এতটাই যেখানে এই ফাইনটার ব্যাপারে কোনও মাথাব্যথা নেই ভারতীয় ক্রিকেটারদের।

প্রথমবার প্রোটিয়াসদের মাটিতে সেঞ্চুরিয়ন জয়ের মাঝে কিছুটা কাটার মতন বিধছে স্লো-ওভাররেটের ফাইন।

প্রথম টেস্টে দারুণ জয় তুলে নেওয়ার আনন্দ এতটাই যেখানে এই ফাইনটার ব্যাপারে কোনও মাথাব্যথা নেই ভারতীয় ক্রিকেটারদের।

ভাররেটের জন্য কুড়ি শতাংশ করে কাটা হয়েছে। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর থেকেও এক পয়েন্ট কম পেয়েছে।

এদিকে ভারতীয় ক্রিকেটারার দক্ষিণ আফ্রিকার মাটিতে জয় তুলে নিলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরের টেবলে চতুর্থস্থানেই থাকল।

কারণ পয়েন্ট প্রতিটা দলের থেকে বেশি থাকলেও, জয়ের হার কম থাকায় তারা চতুর্থস্থানে থাকল। শীর্ষস্থানে রয়েছেন অস্ট্রেলিয়া, দ্বিতীয়স্থানে শ্রীলঙ্কা ও পাকিস্তান তৃতীয়স্থানে রয়েছে।

তবে সেঞ্চুরিয়নের মাটিতে জয় পাওয়ার পর এখন ভারতীয় শিবিরে খুশির বন্যা। নতুন উদ্যমে নতুন বছরকে স্বাগত জানাতে তারা ব্যস্ত।