সমালোচনার কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হলেন ভিনিসিয়াস জুনিয়র। স্প্যানিশ সংবাদমাধ্যমে এখন ব্রাজিলিয়ান তারকা হলেন চোখের বালি। যেখানে অনেকেই বলতে শুরু করেছেন, ভিনিসিয়াসকে কেন কম শাস্তি দেওয়া হবে। বিচারের ক্ষেত্রে নাম দেখে কি রায় দেওয়া যায়? যদি তা নাহয় তাহলে ভিনিসিয়াসের চেয়ে কম অপরাধ করে কেন তাদের বেশি শাস্তি দেওয় হয়েছিল? সম্প্রতি লা লিগার খেলায় রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল ভ্যালেন্সিয়ার।
সেই ম্যাচ রিয়াল ২-১ গোলে জেতে। কিন্তু সেই ম্যাচে ভ্যালেন্সিয়ার গোলকিপার স্তোল দিমিত্রিয়েতস্কির মাথায় ইচ্ছাকৃত আঘাত করেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ফলে রেফারি সোতো গ্রাদে তাঁকে লালকার্ড দেখান। অথচ লালকার্ড দেখার পর সোতো গ্রাদের দিকে তেড়ে যান ভিনিসিয়াস জুনিয়র। শুধু তাই নয়, সেদিন যদি রিয়ালের দুই ফুটবলার রুডিগার ও দানি সেবায়েস না ধরতেন তাঁকে তাহলে ব্যাপারটা হয়তো আরও বড় আকার নিত। সেদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন বা আরএফইএফ তাঁকে দুটো ম্যাচ সাসপেন্ড করেছে। তাই পরের দুটো ম্যাচ লাস পালমাস ও রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে খেলতে পারবেন না ভিনিসিয়াস।
যদিও স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মুখোমুখি হতে চলেছে মায়োর্কার। সেই ম্যাচ হবে সৌদি আরবের রিয়াদে। সেখানে খেলতে কোনও বাধা নেই জুনিয়রের। কিন্তু পুরোপুরি যে আরএফইএফকে দায়ী করা যায় তাও নয়। কারণ একটাই-ভিনিসিয়াসকে উত্তেজিত করেছিলেন গোলকিপার স্তোল দিমিত্রিয়েভস্কি। সেদিন প্রথমে জুনিয়রের চুল পেছন থেকে টেনে ধরেছিলেন তিনি। তাই বাধ্য হয়ে জুনিয়র উত্তেজিত হয়ে পড়েন। তাই আশা করা গিয়েছিল, শাস্তি কম হলেও হতে পারে। খুব বেশি শাস্তি হয়েছে তাও নয়। কিন্তু তীব্র সমালোচনার মধ্যে পড়ে গেলেন ভিনিসিয়াস।