প্যারিস অলিম্পিক্সে ফাইনালে মাত্র ১০০ গ্রাম অতিরিক্ত ওজনই কাল হয়ে দাঁড়াল কুস্তিগীর ভিনেশ ফোগটের। ডিসকোয়ালিফাই হয়ে গেলেন মহিলাদের ৫০ কেজি বিভাগে। সেই সঙ্গে প্যারিস অলিম্পিক্সে ৫০ কেজি বিভাগে সোনা জয় করার গর্বের ঐতিহাসিক রেকর্ড হাতছাড়া হয়ে গেল ভারতের। কারণ তিনিই প্রথম কোনও ভারতীয় মহিলা, যিনি কুস্তিগির হিসেবে ওলিম্পিকস ফাইনালে ওঠেন। মঙ্গলবার মহিলাদের ৫০ কেজি বিভাগে কিউবার কুস্তিগির গুজম্যান লোপেজকে হারিয়ে ফাইনালে ওঠেন ভিনেশ। লোপেজকে হারিয়ে রুপো নিশ্চিত করেন ফোগট। কিন্তু মাঝপথে ঘটল বিপত্তি। ফাইনালের আগে দেখা যায়, ভিনেশ-এর ওজন ৫০ কেজি থেকে ১০০ গ্রাম বেশি হয়ে যাচ্ছে। ফলে তিনি বাদ পড়ে গেলেন ৫০ কেজি বিভাগের সোনা জয়ের লড়াইয়ে। ওজন বিতর্কের কারণে পাবেন না রুপোর পদকও। ঘটনার পর হতাশ হয়ে পড়েন ভিনেশ। তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্রের খবর, ডিহাইড্রেশনের জন্যই অসুস্থ হয়ে পড়েন তিনি।
অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী, ফাইনালে খেলার আগে আরও একবার ওজন মাপা হয় প্রতিযোগীর। তাঁর আগে সতর্ক ছিলেন ইন্ডিয়ান অলিম্পিক্স এসোসিয়েশন। সারা রাতের চেষ্টাতেও তাঁর ওজন ৫০ কেজির নিচে আনা সম্ভব হয়নি। বুধবার এব্যাপারে এসোসিয়েশন জানিয়েছে,’অত্যন্ত দুঃখের সঙ্গে ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হচ্ছে, কুস্তিতে মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনাল থেকে ছিঁটকে গেলেন বিনেশ ফোগট। তাঁর বাড়তি ওজন কমানোর জন্য ভারতীয় দলের পক্ষ থেকে সারারাত ধরে চেষ্টা করা হয়েছিল। কিন্তু আজ সকালে তাঁর ওজন ৫০ কেজির থেকে কিছু গ্রাম বেশি হয়েছে। ফলে এখনই ভারতীয় দলের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো সম্ভব হবে না।’
প্রসঙ্গত ভিনেশের বিভাগ ৫৩ কেজি। ৫০ কেজি তাঁর বিভাগই নয়। কিন্তু এবার প্যারিস অলিম্পিক্সের ৫৩ কেজি বিভাগে তিনি যোগ্যতা অর্জন করতে পারেন নি। জানা গিয়েছে, যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রাক্তন কুস্তিগীর কর্তা ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলনে দিল্লির রাস্তায় নেমেছিলেন। যার ফলে তিনি ৫৩ কেজি বিভাগের ট্রায়ালে যেতে পারেননি। তাঁর জায়গায় ৫৩ কেজি বিভাগে যোগ্যতা অর্জন করেন অন্তিম পাঙ্ঘাল। সেসময় তাঁকে বলা হয়েছিল, যদি তিনি অন্তিম পাঙ্ঘালকে ট্রায়ালে হারাতে পারেন, তাহলে তাঁকে ৫৩ কেজি বিভাগে সুযোগ পাবেন। কিন্তু বেশ কিছুদিন অনুশীলনে না থাকার জন্য অন্তিম পাঙ্ঘালকে হারাতে পারেননি ফোগট। এরপর কঠোর ডায়েট কন্ট্রোল করে তিন কেজি ওজন কমিয়েছেন। সক্ষমতা বজায় রেখে ৫০ কেজি বিভাগে যোগ্যতা অর্জন করেছেন তিনি।
এদিকে প্যারিস ওলিম্পিকসে মহিলাদের ৫০ কেজি বিভাগে খেলতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। প্রি-কোয়ার্টার ফাইনালে খেলতে নেমে গতবারের অলিম্পিক্সে সোনাজয়ী ইউ সুসাকিকে পরাজিত করেন তিনি। এর পরের ম্যাচে ইউক্রেনের ওকসানা লিভাচকে ৭-৫ পয়েন্টে হারিয়ে সেমি ফাইনালে ওঠেন। কিন্তু তীরে এসেও তরী ডুবল। ওজন বিতর্কে ফাইনালের প্রতিযোগিতা থেকে বাতিল হয়ে গেলেন ভিনেশ ফোগট। তাঁর এই ব্যর্থতার পর সান্ত্বনা বাণী শুনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ভিনেশ তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। তুমি দেশের গর্ব, প্রতিটি ভারতবাসীর অনুপ্রেরণা। আজকের এই বিপর্যয় সত্যিই হৃদয়বিদারক। তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে এসো। আমরা সর্বদাই তোমার পাশে রয়েছি।’