গত বছরে নিরিখে কত শতাংশ বাড়ল দর্শক সংখ্যা? আইপিএলের প্রথম সপ্তাহেই দর্শক সংখ্যায় রেকর্ড। দর্শক সংখ্যার বিচারে এর আগের সমস্ত নজির ভেঙে দিল ১৮তম আইপিএল। প্রথম সপ্তাহে দু’টি প্লাটফর্ম মিলিয়ে আইপিএল দেখা হয়েছে ৪,৯৫৬ কোটি মিনিট।
গত বছর পর্যন্ত আইপিএল দেখানো হত বিভিন্ন অ্যাপে। গত বছরের নিরিখে সেখানে দর্শক সংখ্যা বেড়েছে ৪০ শতাংশ। অন্যান্য সোশ্যাল মিডিয়া অনুযায়ী দর্শক সংখ্যা বেড়েছে ৫৪ শতাংশ। একবারে সবচেয়ে বেশি দেখেছেন ৩.৪ কোটি দর্শক। অন্যদিকে একটি চ্যানেলে দর্শক সংখ্যা বেড়েছে ২২ শতাংশ। যেখানে শুধু প্রথম সপ্তাহেই খেলা দেখেছেন ২৫.৩ কোটি দর্শক।
সব মিলিয়ে সপ্তাহান্তে ১৩৭ কোটি দর্শক আইপিএল দেখেছেন। প্রথম তিন ম্যাচ মিলিয়ে মোট ২১৮৬ কোটি মিনিট খেলা দেখা হয়েছে। যা প্রমাণ করে আইপিএলের জনপ্রিয়তা কতটা তুঙ্গে। অন্যদিকে তথ্য অনুযায়ী টিভিতে ২৭৭০ কোটি মিনিট খেলা দেখা হয়েছে। শুধু প্রথম তিন ম্যাচে টিভি রেটিং গতবারের থেকে ৩৯ শতাংশ বেড়েছে।
আরও জানা গেছে “৪৯৫৬ কোটি মিনিটের পরিসংখ্যান বলে দিচ্ছে এবারের আইপিএল কী অসাধারণ ভাবে শুরু হয়েছে। ভবিষ্যতেও যাতে সকলে আনন্দ সহকারে ম্যাচ দেখতে পারে, আমরা ধারাবাহিক ভাবে সেই চেষ্টা করে যাব।” ভারতে খেলা ও বিনোদনের ধারণা যেভাবে বদলাচ্ছে, সেটাকে সম্প্রচারকারীরা ধরতে পেরেছেন। তিনি বলছেন, প্রথম সপ্তাহেই দেখিয়ে দিয়েছে যদি ভালো ভাবে ম্যাচ দেখানো যায়, তাহলে দর্শকদের আরও আকৃষ্ট করা যায়।