বুধবার কলকাতার শীতকালীন ঘোড়দৌড়ে মাত্র ৬টি বাজি। প্রধান বাজি ‘দ্য মহীশূর রেস ক্লাব কাপ’। প্রথম শ্রেণির ৮টি ঘোড়া ছুটছে। কে জিতবে বলা মুশকিল। আমার মতে রেস হওয়া উচিত ‘বাকলে’ এবং ‘স্যাভিচিকের’ মধ্যে। গত ১৩ তারিখে ‘মেন স্ট্রিট’ ঘোড়াটিকে ঠিকভাবে পরিচালনা না করার জন্য চ্যাম্পিয়ন জকি ইয়াস নারেডুকে কলকাতার স্টুয়াডরা ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ফাইন করেছে।
মতামত:
প্রথম বাজি— দুপুর ২টা ৩০ মি., অ্যানেটি ১, সুইফ্ট লেডি ২, আরিথা ৩
দ্বিতীয় বাজি— ৩.০০টা, নো ওরি ১, ভ্যানিনো ২, গুড ডিডস ৩
তৃতীয় বাজি— ৩.৩০ মি., লিবান ১, থাউজেন্ড ওয়ার্ডস ২, ডেস্ট্রয়ার ৩
চতুর্থ বাজি— ৪.০০টা, সিমরানস স্টার ১, কেউটারো ২, গার্থ ৩
পঞ্চম বাজি— ৪.৩০ মি., বাকলে ১, স্যাভিচিক ২, সিলায়ন ৩
ষষ্ঠ বাজি— ৫.০০টা, দুবাই স্টেশান ১, স্পোর্টিং ট্রেনার ২, ড্যান্স অ্যালোন ৩৷ দিনের সেরা— দুবাই স্টেশান