গুরুত্বপূর্ণ চানমারি এফসি ম্যাচে শেষমুহূর্তে গোল খেয়ে ম্যাচ ড্র করল ইউনাইটেড স্পোর্টস। খেলা শুরুর ২য় মিনিটেই বিকি থাপার ফরোয়ার্ড পাস ধরে সাহিল হরিজন বক্সে ঢুকে ডান পায়ের অসাধারণ প্লেসিংয়ে দলকে ১-০গোলে এগিয়ে দেয়। হোম ম্যাচের সুবিধা নিয়ে এরপর ইউনাইটেড স্পোর্টস খেলার রাশ নিজেদের হাতে তুলে নিতে পারেনি।
বিক্ষিপ্তভাবে আক্রমণে এলেও গোল করার পরিস্থিতি তৈরি হলোনা। নিজেদের গোলবক্সের কাছাকাছি জায়গা থেকে দূরপাল্লার শটে গোল করার সুযোগ বিপক্ষের বিপদজনক ফুটবলার তারক হেমব্রমকে চানমারি এফসির ফুটবলাররা দেয়নি। বিরতিতে ইউনাইটেড স্পোর্টস ১-০ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধের শেষ ২০মিনিটে ম্যাচে একের পর উল্লেখযোগ্য ঘটনা চলতে থাকে। ইউনাইটেড স্পোর্টস লেফ্ট উইং খিংশোই ও সাহিল হরিজনের পরিবর্তে প্রবীক ঘিসিং ও সুজলা মুন্ডা মাঠে নামতেই খেলায় একের পর এর উত্তেজক পরিস্থিতি তৈরি হয়। অল্পসময়ের ব্যবধানে ইউনাইটেড স্পোর্টসের তিনজন হলুদ কার্ড ও চানমারি এফসির একজন লাল কার্ড দেখে। ইউনাইটেডের কার্লোস ও চানমারি এফসির লাথাংকিমার মধ্যে ঝামেলায় লাথংকিমাকে লাল কার্ড দেখানো হয়।
১০জনের চানমারি এফসিকে ইউনাইটেড স্পোর্টস হাল্কাভাবে নেয়। ও শারীরিক ফুটবলে জোড় দেয়। ১ গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও সুজলা মুন্ডা সহজ সুযোগ হাতছাড়া করে। এমন সময়ে রেফারি সেকেন্ড হাফেজ সংযুক্ত সময় ৬ মিনিট দেখাতেই চানমারি এফসির কোচ গুরুত্বপূর্ণ চাল দেন। বিপক্ষের বক্সে ম্যান পাওয়ার বাড়াতে স্টপার লালসাঙ্গাকে মাঝমাঠে তুলে দিয়ে তিন ডিফেন্সে দলকে খেলান। লালসাঙ্গার পাস থেকেই জোয়েল ইউনাইটেড স্পোর্টসের বক্সের উপর থেকে জোরালো শট নেন। ইউনাইটেড স্পোর্টসের গোলকিপার রৌনাক সে বল প্রতিহত করে। কিন্তু ৬গজ বক্সের উপর লালরুথসাঙ্গার কাছে সে বল আসতেই সে খেলায় সমতা ফিরিয়ে আনে। গুরুত্বপূর্ণ ম্যাচ ড্র করে ইউনাইটেড স্পোর্টস আইলিগের মূলপর্বে ওঠার লড়াইয়ে প্রায় ছিটকেই গেল।
ম্যাচের শেষ সংযুক্ত সময়ে খেলোয়াড় পরিবর্তনের সুযোগ থাকলেও ইউনাইটেড স্পোর্টসের কোচ কেন তার সুযোগ নিলেননা,তা বেশ বিস্ময়কর।