• facebook
  • twitter
Thursday, 16 January, 2025

আবার অবসরের ঘোষণা দুই পাক ক্রিকেটারের

পরে টি-২০ বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন। বিশ্বকাপের দলে সুযোগও পান। কিন্তু পাকিস্তান বিশ্বকাপে বিশেষ কিছু করে উঠতে পারেনি।

ফাইল চিত্র

পাকিস্তান ক্রিকেটারদের অবসর নেওয়ার পালা চলছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবার অবসর ঘোষণা করলেন পাক পেসার মহম্মদ আমির। বছর চারেক আগে একবার অবসর ঘোষণা করেও পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসেছিলেন। আমির শুধু একা নন, একদিন আগেই দ্বিতীয়বার অবসর নিলেন আর এক পাক তারকা ইমাদ ওয়াসিম।

মহম্মদ আমির একটা সময় বিশ্ব ক্রিকেটের ত্রাস হিসাবে উঠে এসেছিলেন। মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের জার্সিতে প্রথমবার মাঠে নামেন এই বাঁ-হাতি পেসার। স্পট ফিক্সিং কাণ্ডে দীর্ঘদিন নির্বাসনে ছিলেন। ২০২০ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সমস্যার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। তার পরেও নিয়মিত ভাবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন। ২০২০ সালে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ৩২ বছর বয়সি এই পেসার।

পরে টি-২০ বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন। বিশ্বকাপের দলে সুযোগও পান। কিন্তু পাকিস্তান বিশ্বকাপে বিশেষ কিছু করে উঠতে পারেনি। বিশ্বকাপের পর আর সেভাবে সুযোগ পাচ্ছিলেন না আমির। সম্ভবত সেকারণেই তাঁর দ্বিতীয়বার অবসর। সিদ্ধান্ত ঘোষণার সময় আমির বলেন, “এটা কঠিন সিদ্ধান্ত। তবে পরবর্তী প্রজন্মকে জায়গা ছেড়ে দেওয়ার এটাই সঠিক সময়।” আমিরের একদিন আগেই অবসর ঘোষণা করেছেন আর এক পাক তারকা ইমাদ ওয়াসিম। তিনি বলেন, একটা দিন তো খেলা থেকে সরে দাঁড়াতে হবে। তরুণ ক্রিকেটারদের সুযোগ না দিলে আগামী দিনে দল গঠন হবে কিভাবে। তাই ঠিক সময় ক্রিকেট থেকে অবসর নেওয়ার প্রয়োজন রয়েছে।