• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

আজ মোহনবাগান জয়ের মুখ দেখতে চায়

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগে বৃহস্পতিবার মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্টস৷ প্রতিপক্ষ পিয়ারলেস৷ এখনও পর্যন্ত সবুজ মেরুন শিবির জয়ের মুখ দেখেনি৷ তারপরে ডার্বি ম্যাচের পরে বড় দলগুলি পয়েন্ট নষ্ট করে থাকে৷ তার ব্যতিক্রম হয়নি ইস্টবেঙ্গলের৷ ইস্টবেঙ্গল গোলশূন্যভাবে খেলা শেষ করেছে কাস্টমসের বিরুদ্ধে৷ আর ডার্বি ম্যাচের পরেই খেলতে নামছে মোহনবাগান৷ স্বাভাবিকভাবেই সমর্থকরা চাইবেন জয়ের সরণিতে ফিরে আসতে

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগে বৃহস্পতিবার মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্টস৷ প্রতিপক্ষ পিয়ারলেস৷ এখনও পর্যন্ত সবুজ মেরুন শিবির জয়ের মুখ দেখেনি৷ তারপরে ডার্বি ম্যাচের পরে বড় দলগুলি পয়েন্ট নষ্ট করে থাকে৷ তার ব্যতিক্রম হয়নি ইস্টবেঙ্গলের৷ ইস্টবেঙ্গল গোলশূন্যভাবে খেলা শেষ করেছে কাস্টমসের বিরুদ্ধে৷ আর ডার্বি ম্যাচের পরেই খেলতে নামছে মোহনবাগান৷ স্বাভাবিকভাবেই সমর্থকরা চাইবেন জয়ের সরণিতে ফিরে আসতে তাঁদের প্রিয় দলকে৷ কিন্ত্ত প্রশ্ন থেকে যাচ্ছে, মোহনবাগানের কোচ ডেগি কার্ডোজের পরিকল্পনা কী হবে৷

পরপর দুটো ম্যাচে মোহনবাগান ড্র করার পরে লিগের প্রথম ডার্বি ম্যাচেও হেরে যায়৷ মাত্র ২ পয়েন্ট নিয়ে মোহনবাগান লড়াই করবে প্রতিপক্ষ পিয়ারলেসের বিরুদ্ধে৷ পিয়ারলেস এই মুহূর্তে লিগ টেবলে চার নম্বরে রয়েছে৷ তারা চারটি ম্যাচের মধ্যে দু’টি ম্যাচে জিতেছে আর দু’টিতে হেরেছে৷ মনে করা হচ্ছে মাহনবাগান জয়ের সরণিতে ফিরতে প্রথম একাদশে কিছু রদবদল করবে৷ আক্রমণভাগের খেলোয়াড় পরিবর্তন করে প্রতিপক্ষকে চাপে রাখার জন্য অভিজ্ঞ ফুটবলারদের জায়গা হতে পারে৷ আসলে সুহেল ভাট ছাড়া গোল করার মতো কোনও ফুটবলার নেই মোহনবাগানের তরুণ ব্রিগেডে৷ রক্ষণভাগের খেলোয়াড়দেরও আরও বেশি সতর্ক থাকতে হবে মাঠে৷ রেনবোর বিরুদ্ধে যেভাবে রক্ষণভাগের ভুলে গোল হয়েছে, তা মেনে নেওয়া যায় না৷

এদিকে আগামী ২৬ জুলাই ইস্টবেঙ্গলের খেলা ছিল পুলিশ এসি’র বিরুদ্ধে৷ সেই খেলা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে৷ আগামী ১৯ জুলাই লাল-হলুদ শিবির খেলবে পুলিশ এসি’র বিরুদ্ধে৷ খেলাটি হবে ঘরের মাঠে বিকেল তিনটের সময়৷

গভর্নিং বডিতে দুই প্রাক্তন ফুটবলার
আইএফএ’র বার্ষিক সাধারণ সভা আগামী ৩১ জুলাই কলকাতার একটি নামি রেস্তরাঁয় অনুষ্ঠিত হবে৷ তার আগেই আইএফএ’র নতুন গভর্নিং বডির সদস্যদের নাম চূড়ান্ত হয়ে যাবে৷ এ বছরের দুই প্রাক্তন ফুটবলার গভর্নিং বডিতে জায়গা পাচ্ছেন৷ এঁরা হলেন ভাস্কর গাঙ্গুলির ভাই দেবাশিস গাঙ্গুলি ও ফুটবলার জইরুল ইসলাম৷