• facebook
  • twitter
Saturday, 5 October, 2024

আজ মনসুন ডার্বি

‘নমস্তি’ ঘোড়াটি একমাত্র ২০০০ মিটার দৌড়েছে। ওকে বেগ দিতে পারে র্যানকোয়েলিনো এবং কাস্টিল ঘোড়া দু’টি। মনসুন কাপে মাত্র ৫টি ঘোড়া দৌড়চ্ছে।

রবিবার কলকাতার বর্ষাকালীন ঘোড়দৌড়ে মোট ৮টি বাজি। প্রধান বাজি প্রায় ৫০ লক্ষ টাকার এইচপিএসএল মনসুন ডার্বি এবং মনসুন কাপ। স্পনসর কোম্পানি প্রতিজ্ঞা করেছে কলকাতার শীতকালীন ঘোড়দৌড়েও অনেক বড় বড় বাজিতে তারা স্পনসর করবে। ডার্বিতে মোট ৭টি ঘোড়া দৌড়চ্ছে।

‘নমস্তি’ ঘোড়াটি একমাত্র ২০০০ মিটার দৌড়েছে। ওকে বেগ দিতে পারে র্যানকোয়েলিনো এবং কাস্টিল ঘোড়া দু’টি। মনসুন কাপে মাত্র ৫টি ঘোড়া দৌড়চ্ছে। রেসপ্রেমীদের এ স্টার ইজ বর্ন ঘোড়াটির দিকে নজর রাখতে বলা হচ্ছে। কলকাতার মনসুন রেস আজ রবিবার শেষ হয়ে যাচ্ছে। আবার নভেম্বর মাসে শীতকালীন ঘোড়দৌড় শুরু হবে।

মতামত
প্রথম বাজি— দুপুর ১টা ১৫ মি., বাঙ্কিসি ১, ডায়মন্ড রেন ২, অ্যাভন ৩
দ্বিতীয় বাজি— ১.৪৫ মি., দুবাই প্রিন্সেস ১, গোল্ডেন লাইট ২, লাইট ফ্যান্টাস্টিক ৩
তৃতীয় বাজি— ২.১৫ মি., মাথাঙ্গি ১, এনআরআই ফ্যান্টাসি ২, ইন্ডিয়ান টাইগার ৩
চতুর্থ বাজি— ২.৪৫ মি., সাইরেনিকা ১, ভিনালিয়া ২, স্টিচ ইন টাইম ৩
পঞ্চম বাজি— ৩.১৫ মি., এ স্টার ইজ বর্ন ১, চোপিন ২, স্টকব্রিজ ৩
ষষ্ঠ বাজি— ৩.৪৫ মি., নমস্তি ১, র্যানকোয়েলিনো ২, কাস্টিল ৩
সপ্তম বাজি— ৪.১৫ মি., ওয়ান্ডারফুল ১, নাটিকা ২, ট্রু ফেথ ৩
অষ্টম বাজি— ৪.৪৫ মি., কিংস রিট্রেট ১, থাউজেন্ড ওয়ার্ডস ২, জকারডি ৩।
দিনের সেরা— এ স্টার ইজ বর্ন