• facebook
  • twitter
Thursday, 27 March, 2025

আজ ইস্টবেঙ্গল মর্যাদার লড়াইয়ে নামছে এফসি আর্কাদাগের বিরুদ্ধে

চোটের কারণে তিনি খেলতে পারবেন না। তবুও কোচ অস্কার ব্রুজো খেলোয়াড়দের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লড়াই থাকবে এবং জিততে হবে।

ফাইল চিত্র

আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল সেইভাবে নিজেদের প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন। তারপরেই কোচ অস্কার ব্রুজো বলেছেন, আমাদের লক্ষ্য থাকবে এএফসি কাপের দিকে। এএফসি কাপে শেষ চারে খেলার জন্য আমরা সবরকম চেষ্টা করব। তুর্কমেনিস্তানের এফসি আর্কাদাগ দলের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গণে লাল-হলুদ শিবিরের ফুটবলাররা দুরন্ত ভূমিকা পালন করলেও শেষ পর্যন্ত ১-০ গোলে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। অবশ্যই এই ফলাফল মানতে রাজি ছিলেন না কোচ অস্কার ব্রুজো। তখন তিনি বলেছিলেন, ভালো ভালো গোল করার সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হয়েছে। গোল না হওয়ায় হতাশায় ইস্টবেঙ্গলকে অনেকটাই পিছিয়ে দেয়। তবুও হাল ছাড়েননি কোচ অস্কার ব্রুজো। বুধবার তাদের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড।

তুর্কমেনিস্তানে বেশ ঠান্ডা। এই আবহাওয়ার সঙ্গে খেলোয়াড়রা কীভাবে মানিয়ে নেবে, সে প্রশ্নটা রয়েছে। তবে কোনওভাবেই হাল ছেড়ে দেবে না ইস্টবেঙ্গল। চ্যালেঞ্জ ছুঁড়ে ম্যাচটা জেতার জন্য তৈরি রয়েছে রাফায়েল মেসি, দিমিত্রিয়াস দিয়ামানতাকোসরা। তাঁরা জোর গলায় বলেছেন, প্রথম লেগে আমরা হেরেছি ০-১ গোলের ব্যবধানে। তাই শেষ চারে ওঠার জন্য দ্বিতীয় লেগের ম্যাচটা অত্যন্ত ভাইটাল। অর্থাৎ মরণ-বাঁচন লড়াই।

রবিবার তুর্কেমেনিস্তানে পৌঁছে সোমবার অনুশীলন করতে গিয়ে মাঠের সমস্যায় পড়েছিলেন ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা। যে মাঠ দেওয়া হয়েছে, তা অনুশীলন করার মতো মাঠ নয়। মঙ্গলবার এমনই সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তবে অনুশীলন করেছেন খেলোয়াড়রা। আরও একটা সমস্যা তৈরি হয়েছে খেলোয়াড়দের। ওখানে পৌঁছনোর সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয়েছিল হোটেল থেকে কেউ বাইরে বেরোতে পারবেন না। এমনকি পরিবারের লোকজনদের সঙ্গেও যোগাযোগ করা যাবে না। যার ফলে মোবাইলে ইন্টারনেটও ছিল না। যে মাঠে খেলা হবে, সেই মাঠটা দেখে ইস্টবেঙ্গলের ফুটবলাররা বেশ আতঙ্কিত। যে কোনও সময় চোট পেতে পারেন ফুটবলাররা। তাই অতি সাবধানী হয়ে মাঠে নামতে হবে খেলোয়াড়দের। ইতিমধ্যেই আনোয়ার আলির মতো ডিফেন্ডার দলে নেই।

চোটের কারণে তিনি খেলতে পারবেন না। তবুও কোচ অস্কার ব্রুজো খেলোয়াড়দের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লড়াই থাকবে এবং জিততে হবে। কমপক্ষে ২-০ গোলে দল যদি জিততে পারে, তাহলে সরাসরি পরের ধাপে চলে যাবে দল। আর যদি ১-০ গোলে ইস্টবেঙ্গল জেতে, তাহলে টাইব্রেকারে ভাগ্য নির্ধারণ হবে। তাই ইস্টবেঙ্গলের কাছে দ্বিতীয় লেগের ম্যাচটা বড় চ্যালেঞ্জ।