ছোটদের এশিয়া কাপ ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্বে তিলক

ওমানে শুরু হতে চলেছে আগামী ১৮ অক্টোবর থেকে ছোটদের এশিয়া কাপ। এই প্রতিযোগিতায় খেলবে আটটি দল। এই প্রতিযোগিতা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তিলকের বর্মার নেতৃত্বে ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করেছে ক্রিকেট কন্ট্রোল বোর্ড অফ ইন্ডিয়া। এমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। তরুণ ক্রিকেটারদের প্রতিযোগিতায় ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন তিলক বর্মা। সহ-অধিনায়ক হয়েছেন অভিষেক শর্মা। ভারত ‘এ’ দলের সঙ্গে গ্রুপ ‘বি’-তে রয়েছে পাকিস্তান ‘এ’ দল, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে ২৭ অক্টোবর।

আট দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম দু’টি করে দল সেমিফাইনালে উঠবে। ভারতীয় দল প্রথম ম্যাচে ১৯ অক্টোবর পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে মুখোমুখি হবে। উল্লেখ্য, গত বার ফাইনালে পাকিস্তানের ছোটদের দলের কাছে ভারতের ছোটদের দল ১২৮ রানে হেরে গিয়েছিল। আমিরশাহির সঙ্গে ২১ অক্টোবর এবং ওমানের সঙ্গে ২৩ অক্টোবর খেলবে ভারত।

অন্যদিকে, গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান ‘এ’ দল, বাংলাদেশ ‘এ’ দল, শ্রীলঙ্কা ‘এ’ দল এবং হংকং। দলে রয়েছেন ভারত ‘এ’ দল: তিলক বর্মা (অধিনায়ক), অভিষেক শর্মা (সহ-অধিনায়ক), প্রভশিমরন সিংহ (উইকেটরক্ষক), নিশান্ত সিন্ধু, রমনদীপ সিংহ, নেহাল ওয়াধেরা, আয়ুষ বাদোনি, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), সাই কিশোর, হৃত্বিক শোকিন, রাহুল চাহার, বৈভব অরোরা, অনশুল কাম্বোজ, আকিব খান এবং রাসিক সালাম। এখানে বলতেই পারা যায় এই ধরনের প্রতিযোগিতার মধ্যে দিয়ে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করা হয়ে থাকে। যার ফলে ক্রিকেটাররাও চেষ্টা করেন সেরা খেলা খেলে নিজেদের প্রকাশ করতে। সেই কারণেই এই প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। আশা করা যায় এবারে তিলক বর্মার নেতৃত্বে ভারতীয় দলের পাখির চোখ থাকবে এবারে প্রতিযোগিতার খেতাব তুলে নেওয়ার।