পাকিস্তান দলে তিন পরিবর্তন, দলে ফিরলেন প্রাক্তন অধিনায়ক

সফররাজ আহমেদ (Photo by Saeed Khan/AFP)

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই দল ঘোষণা করে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঘোষিত পনেরোজনের দলে এবারে পরিবর্তন আনা হল। শুক্রবার পাক নির্বাচকরা জানিয়েছেন, সরফরাজ আহমেদকে দলে ফিরিয়ে আনা হয়েছে। আবারও প্রাক্তন অধিনায়ককে দলে জায়গা করে দেওয়া হল।

আইসিসি’র নিয়মানুযায়ী ১০ অক্টোবর অবধি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের কাছেই সুযোগ রয়েছে পরিবর্তন করার। পনেরোজনের দল থেকে বাদ দেওয়া হয়েছে খুশদিল শাহ, আজম খান এবং মহম্মদ হাসনাইন।

এই তিন ক্রিকেটারের পরিবর্তে দলে নেওয়া হয়েছে ফাকহার জামান, হায়দার আলি এবং সরফরাজ আহমেদকে। ২৪ অক্টোবর পাকিস্তান প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতের বিরুদ্ধে। এই ম্যাচ দিয়েই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে পাকিস্তান দল এবারে যাত্রা শুরু করবে।