আইপিএল ক্রিকেটে প্রথম ম্যাচে ইডেন উদ্যানে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। কলকাতা ৭ উইকেটে হার স্বীকার করে বেঙ্গালুরুর কাছে। ওই ম্যাচে বিরাট কোহলি সবার নজর কেড়ে নিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি নতুন টেকনিকে বোলারদের বিরুদ্ধে লড়াই করেছেন। যার ফলে স্পিনাররাও নাজেহাল হয়ে পড়েছেন। তাই ইডেনের পিচ নিয়ে কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে বলেছিলেন, যদি স্পিনারদের কথা ভেবে উইকেট তৈরি করা যায়, তাহলে দলের পক্ষে সুবিধা হয়। কিন্তু খেলা শুরুর আগে রাহানে এমন কথা বলেননি পিচ কিউরেটর সুজন মুখার্জির সঙ্গে।
কিন্তু বোর্ডের নিয়ম অনুসারে আইপিএলে কোনও দলই উইকেট কেমন হবে তা নির্ধারণ করতে পারেন না। সুজন মুখার্জির কথায় স্পষ্ট হয়েছে, রাহানে চেয়েছিলেন স্পিনারদের কথা ভেবে উইকেট তৈরি হলে খেলার চেহারায় পরিবর্তন আসবে। ওইভাবে পিচ তৈরি হলে বেঙ্গালুরুর ক্রিকেটাররা দাপট দেখালেও কলকাতার বরুণ চক্রবর্তী, সুনীল নারাইনরা নিজেদের প্রকাশ করতে ব্যর্থ হতেন না। ইডেন উদ্যানে পরের ম্যাচ আগামী ৩ এপ্রিল। কলকাতা খেলবে সানরাইজার্স হায়দরাবদের বিরুদ্ধে। বৃহস্পতিবার কলকাতা দল উড়ে গেছে মুম্বইতে। আগামী সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। ওই ম্যাচ খেলে আবার কলকাতায় চলে আসবেন অজিঙ্কা রাহানেরা। সেই সময় রাহানে যদি মনে করেন সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলবেন, তাহলে তিনি ভাববেন উইকেট স্পিনারদের সহায়ক করা যায় কিনা। কিন্তু পিচ বদল করার ক্ষেত্রে সময়ের প্রয়োজন হয়।
আসলে কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে বলেন, দলের সবচেয়ে বড় হাতিয়ার স্পিনাররা। সেই স্পিনাররা যদি স্বচ্ছন্দে খেলতে পারেন, তাহলে ম্যাচ জেতা খুব একটা কঠিন হয় না। ইডেনের পিচ নিয়ে আগেও বেশ কয়েকবার বিতর্ক তৈরি হয়েছিল। ইডেনের পিচ সবসময়ই যে স্পিনার সহায়ক হবে, তা নয়। দেখা গিয়েছে, ব্যাটসম্যানদের জন্য উইকেট তৈরি হয়েছে। সেই কারণেই বোলার ও ব্যাটসম্যানদের কথা ভেবেই উইকেট তৈরি করা হয়েছে। তাতে অনেকেই খুশি হন না। আবার অনেকে অন্যরকম কথা বলেন। কিন্তু উইকেট নিয়ে সবার উপরে জায়গা পেয়েছে কলকাতা। তাই তো বোর্ড সেরা মাঠের স্বীকৃতি দিয়েছে। অনেক সময় দেখা গিয়েছে, ধারাভাষ্যকাররা ইডেনের উইকেট নিয়ে সমালোচনা করে থাকেন। এমনকি এই সমালোচনার দায় গিয়ে পড়ে পিচ কিউরেটরের উপরে। তখন নানাভাবে তির্যক কথা শুনতে পাওয়া যায়। বেশ কয়েকজন সমালোচকের কথায় বলতে হয়, কলকাতার কথা ভেবেই ইডেনের উইকেট তৈরি করা উচিত। তাহলে কি আগামী ম্যাচে কলকাতার কথা ভেবেই ইডেনের উইকেট বদলে যাবে, সেই প্রশ্নটা উঁকি দিতে শুরু করেছে। সবসময় ঘরের মাঠে খেলতে বাড়তি সুবিধা পেয়ে থাকে দল, তা নতুন করে বলার নেই।