এবার ইংল্যান্ড লিগে দল কিনল দিল্লি ক্যাপিটালস। এর আগে মুম্বই ইন্ডিয়ান্স, লখনউ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদ দল কিনেছিল। ১০৬৫ কোটি টাকায় সাউদার্ন ব্রেভের মালিকানা নিল তারা। এর ফলে ইংল্যান্ডের লিগের মালিক হল আইপিএলের চারটি দল।
আগামী মরসুমের আগে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, দ্য হান্ড্রেড প্রতিযোগিতার দলগুলির মালিকানা হস্তান্তর করা হবে। সেই প্রক্রিয়া শেষ হল। শেষ দল হিসাবে মালিকানা হস্তান্তর হল সাউদার্ন ব্রেভের। বাকিদের পিছনে ফেলে দল কিনল দিল্লি ক্যাপিটালসের মালিক জিএমআর গোষ্ঠী। সাউদার্ন ব্রেভের মালিকানা ছিল হ্যাম্পশায়ার ও সাসেক্স কাউন্টির কাছে। গত বছরই হ্যাম্পশায়ার কাউন্টি কিনে নিয়েছে জিএমআর গোষ্ঠী। ফলে এই দল কিনতে কোনও সমস্যা হয়নি তাদের।
ইংল্যান্ডের লিগে যে চারটি দলের মালিকানা আইপিএলের দলগুলির হাতে গিয়েছে তার মধ্যে দু’টি দল ১০০ শতাংশ মালিকানা নিয়েছে। তবে হায়দরাবাদ ও দিল্লি পুরো মালিকানা নিলেও, মুম্বই ইন্ডিয়ান্স ৪৯ শতাংশ ও লখনউ সুপার জায়ান্টস ৭০ শতাংশ মালিকানা নিয়েছে।
প্রথম বছরে চ্যাম্পিয়ন হয়েছিল সাউদার্ন ব্রেভ দ্য হান্ড্রেড প্রতিযোগিতায়। গত বছরও ফাইনালে উঠেছিল তারা। কিন্তু রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছে সাউদার্ন ব্রেভের মহিলাদের দল। আইপিএলে অবশ্য এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি ক্যাপিটালস। দিল্লি দল এবারে নতুনভাবে সাজিয়েছে। পুরনো খেলোয়াড়দের মধ্যে ঋষভ পন্থ দল ছেড়ে গিয়েছেন। কিন্তু দলের কর্ণধার আশা প্রকাশ করছেন, আইপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাঁদের পরিকল্পনা তৈরি।