• facebook
  • twitter
Tuesday, 26 November, 2024

আজ সন্ধ্যায় কলকাতা শহর মেতে উঠবে ক্রিকেটে

কেকেআরের স্টার্কের সঙ্গে হায়দরাবাদের কামিন্সের লড়াই পূর্ণেন্দু চক্রবর্তী: আইপিএল ক্রিকেট আবার কলকাতাকে মাতিয়ে রাখবে৷ শনিবার ইডেন উদ্যানে কলকাতা নাইটরাইডার্স সম্মুখ সমরে নামবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে৷ দুই দলই কঠিন চ্যালেঞ্জ নিয়ে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ এ বাদেও আইপিএল ক্রিকেটে সবচেয়ে দামি ক্রিকেটার অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক কলকাতা দলের হয়ে প্রথমবার মাঠে নামবেন৷

কেকেআরের স্টার্কের সঙ্গে হায়দরাবাদের কামিন্সের লড়াই

পূর্ণেন্দু চক্রবর্তী: আইপিএল ক্রিকেট আবার কলকাতাকে মাতিয়ে রাখবে৷ শনিবার ইডেন উদ্যানে কলকাতা নাইটরাইডার্স সম্মুখ সমরে নামবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে৷ দুই দলই কঠিন চ্যালেঞ্জ নিয়ে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ এ বাদেও আইপিএল ক্রিকেটে সবচেয়ে দামি ক্রিকেটার অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক কলকাতা দলের হয়ে প্রথমবার মাঠে নামবেন৷

স্বাভাবিকভাবে মিচেল স্টার্কের কাছে এটা নতুন চ্যালেঞ্জ৷ আবার অস্ট্রেলিয়া দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স রয়েছেন কলকাতার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদের৷ প্যাট কামিন্স দলকে নেতৃত্ব দেবেন৷ সেই কারণে দুই স্বদেশীর মধ্যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তা নতুন করে বলার কোনও জায়গা নেই৷ বিশ্বকাপ ক্রিকেট খেলার ধারা যেভাবে প্রবাহিত হয়, কিন্ত্ত সেই ধারা দেখতেই পাওয়া যাবে না আইপিএল ক্রিকেটে৷ অবশ্য আইপিএল ক্রিকেটে আলাদা একটা সংজ্ঞা রয়েছে৷ বল দেখো, আর মারো, এটা যেমন ব্যাটসম্যানদের কাছে সবচেয়ে প্রধান বিষয়, আবার বোলাররা কত তাড়াতাড়ি উইকেট ভেঙে ফেলতে পারেন, তার জন্য ভেলকি দেখাতে তৈরি থাকেন৷ ব্যাটসম্যানরা ঝোড়ো ব্যাটিং করে ২০ ওভারের স্কোরবোর্ডকে বড় জায়গায় নিয়ে যাবেন৷ পাল্টা আঘাত এনে প্রতিপক্ষ দল তাকে কীভাবে টপকাতে পারে, তারও চেষ্টা থাকবে৷ তাই দুই ধরনের অস্ত্র সবসময় খেলোয়াড়দের মধ্যে খেলা করবে৷ সেই কারণেই আইপিএল ক্রিকেটে খেলার ধারাবাহিকতা সবসময় একই রকম থাকবে, তা নয়৷ একে অপরের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা নিয়ে সারা মাঠ চমকে দিতে চাইবেন খেলোয়াড়রা৷

বিশেষ করে মিচেল স্টার্কের কাছে নতুন একটা অনুভূতি৷ কলকাতার হয়ে ঘরের মাঠে খেলবেন এই প্রথমবার৷ ম্যাচের আগে তাই মিচেল স্টার্ক বলেছেন, নতুন পুরনো দুই ধরনের বল নিয়ে অনেক কাজ করা হয়েছে৷ শনিবারের ম্যাচটা আমার কাছে একেবারে ভিন্ন চরিত্রের৷ ইনিংসের শুরুতেই নতুন বলে বিপক্ষকে ধাক্কা দেওয়ার জন্য কিছু পরিকল্পনা আমার রয়েছে৷ সেটা গোপনই থাক৷ মাঠে নেমে সেটা প্রয়োগ করব৷

আবার ডেথ বোলিংয়ের জন্য তৈরি হচ্ছি৷ ইয়ার্কার ও বলের বৈচিত্র্য ধরে রাখতে হবে৷ এই অস্ত্রেই প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য চেষ্টা করব৷ তিনি আরও বলেছন, দলের বেশকিছু ক্রিকেটার রয়েছেন ওঁদের বল করে ভালো লেগেছে৷ সেটা কিন্ত্ত অনুশীলনের মধ্যেই দেখতে পাওয়া গেছে৷ আর যখন মাঠে নেমে খেলতে হবে, তখন কিন্ত্ত পুরোপুরি চরিত্র বদলে যাবে৷ ব্যাটে অনুশীলন করেছি৷ দেখা যাক, কত রান দিতে পারি কলকাতা দলকে৷ অবশ্য যদি ব্যাট করার সুযোগ পাই৷ আমার ইচ্ছে আছে, বাউন্ডারি, ওভার বাউন্ডারি মেরে কলকাতার দর্শকদের মোহিত করতে৷ দলের জন্য আমি ভালো খেলার চেষ্টা করবই৷
এদিকে, অনুশীলনের সময় স্টার্ককে নিয়ে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার কী ভাবছেন, তা স্পষ্ট নয়৷

অবশ্য রিঙ্কু সিংয়ের উপরে সবার নজর রয়েছে৷ তাঁর ব্যাট থেকে যেভাবে রান ছুটে আসে, তা দলের কাছে অত্যন্ত অপরিহার্য৷ তারপরে ম্যাচ জেতার নায়ক যদি কাউকে চিহ্নিত করা হয়, তাহলে রিঙ্কু সিং৷ গতবছর এই রিঙ্কু ইডেনে সবার মন জয় করে নিয়েছিলেন৷ যদি ফুলটস বল পান রিঙ্কু, আর অপেক্ষা করতে হবে না, সেই বল গ্যালারিতে এসে পৌঁছবেই৷ সেই খেলা দেখার জন্য ইডেন অপেক্ষা করছে৷ হাতে ভালো জোর আছে৷ সহজে হার মানতে চান না৷ এটাই রিঙ্কুর কাছে সবচেয়ে বড় হাতিয়ার৷ কখনওই ভাবেন না, প্রতিপক্ষ দলের বোলাররা কী করতে চাইছেন৷

অন্যদিকে হায়দরাবাদ দলেও বেশ কয়েকজন ভালো ক্রিকেটার রয়েছেন, যাঁরা বেগ দিতে পারেন৷ সেদিকেও সবার নজর থাকবে৷ দলের সবচেয়ে বড় ক্রিকেটার বলতেই বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স৷ নিশ্চয়ই দলকে তিনি ভালোভাবেই সাজাবেন কেকেআরের বিরুদ্ধে ম্যাচটা ছিনিয়ে নেওয়ার জন্য৷ আর এটাও জানেন, এই প্রথমবার কেকেআরের মেন্টর হিসেবে গৌতম গম্ভীরকে দেখা যাবে৷ মাঠে উপস্থিত থাকবেন কেকেআরের কর্ণধার শাহরুখ খান৷

এদিকে সানরাইজার্স হায়দরাবাদ দলের অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, ইডেন আমার চেনা মাঠ৷ আইপিএল ক্রিকেটে বেশি সময়টা কাটিয়েছি কলকাতার হয়ে৷ তাই কলকাতা নাইটরাইডার্সকে আমার চেনা আছে৷ ইডেনের ড্রেসিংরুমে এসে নস্ট্যালজিয়ার কথা বলছেন৷ দীর্ঘদিন বাদে ফিরলাম৷ তবে এবার আমি বিপক্ষ দলের বিরুদ্ধে লড়াই করব৷ কিছুদিন আগে ভারতের মাটিতে বিশ্বকাপ জিতেছি৷ সেই উন্মাদনা এখনও আমার চোখে ভাসছে৷ তবে হঁ্যা, মিচেল স্টার্কের বিরুদ্ধে খেলাটা নিশ্চয়ই কঠিন৷ ইডেনের উইকেট সবসময়ই পেসারদের জন্যই তৈরি করা হয়ে থাকে৷ এখান থেকে বাউন্সের সাহায্য পাব৷ আমাদের যা বোলিং অ্যাটাক, সেটা ভালোই হবে৷ আমার পাশে ভুবনেশ্বর কুমার ও উমরান মালিকের মতো বোলাররা রয়েছেন৷ শুরু থেকেই খেলাটি জমাটি জায়গায় পৌঁছে যাবে বলে আমার বিশ্বাস৷ খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে৷