বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতের সূচনাটা বেশ ভালোই হয়েছিল। যশপ্রীত বুমরার নেতৃত্বে ভারতীয় দল জয় তুলে নিয়েছিল প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই জয়ের ধারা রাখতে পারেনি রোহিত ব্রিগেড। দ্বিতীয় টেস্টে রোহিত শর্মা অধিনায়কের ব্যাটনটা তুলে নেন। অ্যাডিলেডে দিন-রাতের গোলাপী বলে ভারতীয় দলকে লজ্জার হারে মুখ লুকোতে হয়। ভারত ১০ উইকেটে হারে প্যাট কামিন্সের কাছে। ব্রিসবেনে তৃতীয় টেস্ট ম্যাচে বৃষ্টির কারণে দুই দলের লড়াইয়ে কোনওরকম ফয়সালা হয়নি। সামনে রয়েছে মেলবোর্নে চতুর্থ এবং সিডনিতে পঞ্চম টেস্ট ম্যাচ। তার আগে ভারতীয় দলের আত্মসমীক্ষা করার প্রয়োজন আছে বলে অনেকে মনে করছেন। সেই কারণে চতুর্থ টেস্ট ম্যাচে ভারতীয় দলে কিছু পরিবর্তনের আভাস পাওয়া গেছে।
গত দু’টি অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে স্তম্ভ ছিলেন অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা। এমনকি ২০১৮-১৯ সালে বর্ডার-গাভাসকার ট্রফিতে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন সৌরাষ্ট্রের তারকা ক্রিকেটার। ২০২০-২১ সালে অস্ট্রেলিয়া সফরে তিনটি টেস্ট সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্কা রাহানে। সেই সময় বক্সিং টেস্ট ম্যাচে ভারত জয় পেয়েছিল। আর গাব্বায় এসেছিল ঐতিহাসিক জয় ভারতের। অবশ্য অস্ট্রেলিয়া সপরে অনেকেই মত প্রকাশ করেছিলেন রাহানে ও পূজারাকে ভারতীয় দলে রাখা উচিত। অভিজ্ঞতা কাজে আসবে। কিন্তু নির্বাচকরা সেইভাবে গুরুত্ব দেননি। তাই বাদের খাতায় নাম লিখিয়েছিলেন। তবে তিনটি টেস্ট ম্যাচে স্পষ্ট হয়েছে রাহানে ও পূজারাকে ভারতীয় দলে কেন প্রয়োজন ছিল। অস্ট্রেলিয়ার আক্রমণে দৃঢ়তা দেখাতেপারতেন রাহানে ও পূজারা। ইতিমধ্যে ভারতীয় শিবিরে এই দুই ক্রিকেটারকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।
অধিনায়ক রোহিত শর্মা বলেন, রবিচন্দ্রন অশ্বিন অবসর নিলেও, অন্য কারও নাম শোনা যায়নি। তবে ঘরোয়া ক্রিকেটে রাহানে ও পূজারা ভালোই খেলছেন। তাই নির্বাচকরা তাঁদের কথা ভাবতেই পারেন। রনজি ট্রভিতে বড় ইনিংস খেলেছেন পূজারা। আর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বোচ্চ রান করেছেন রাহানে। তাহলে জাতীয় দলে ফিরে আসাটা তাঁদের কাছে কোনও সমস্যা নেই।
এদিকে টেস্ট চলাকালীন হঠাৎই রবিচন্দ্রন অশ্বিন অবসরনেন। এইরকম ঘটনা ঘটেছিল ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের সময়। ঠিক দশ বছর আগে মহেন্দ্র সিং ধোনি অবসর ঘোষণা করেছিলেন। ১০৬টি টেস্টে ৫৩৭টি উইকেট নেওয়ার মালিক রবিচন্দ্রন অশ্বিন অবসর নেন ব্রিসবেনে খেলা চলাকালীন। তবে তিনি ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি স্তরে খেলবেন বলে জানিয়ে দিয়েছেন। অশ্বিনের জায়গায় অন্য কোনও খেলোয়াড়কে অস্ট্রেলিয়ায় উড়িয়ে আনা সম্ভব নয় বলে টিম ইন্ডিয়া থেকে জানানো হয়েছে।
আসলে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা রয়েছেন। এঁরা দু’জন সামাল দিতে পারবেন এমন ধারণা প্রকাশ করা হয়েছে। রজার বিনি একথা বিশ্বাস করেন। মেলবোর্নে ভারতীয় একাদশে থাকার সম্ভাবনা রয়েছে রবীন্দ্র জাদেজার। আর সিডনি টেস্টে ভারতীয় একাদশে দু’জনেই সুযোগ পাবেন।