আইএসএল ফুটবলের লিগ টেবলে মোহনবাগান সুপার জায়ান্টস সবার উপরে জায়গা করে নিয়েছে। বৃহস্পতিবার সবুজ মেরুন ব্রিগেড খেলতে নামবে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে। মোহনবাগানের কোচ হোসে মোলিনার সামনে খেলোয়াড়দের চোট নিয়ে সমস্যা থাকলেও তিনি জেতার জন্য তৈরি রয়েছেন। এমনই মনোভাব প্রকাশ করলেন বুধবার সাংবাদিক বৈঠকে। তিনি বলেন দলের মধ্যে আসল রসদ হল কম্বিনেশন তৈরি করা তাই সম্মিলিত আক্রমণ থেকে গোল আসাটা অবশ্যই চাইব। কোনভাবেই প্রতিপক্ষের বিরুদ্ধে হালকা চালে খেলার জায়গা নেই। তাই প্রথম থেকেই আক্রমণ গড়ে তুলে হায়দরাবাদ এফসি-কে চাপে রাখতে হবে।
তবে এখনই গ্রেগ স্টুয়ার্ট মাঠে নামলেও খেলবার মতো পরিস্থিতিতে নেই। সেই কারণে আরও কয়েকটা দিন অপেক্ষা করেতে হবে। আবার আপুইয়া ও দিমিত্রি পেত্রাতোসকে পাওয়া যাবে না। দলের সঙ্গে মনবীর সিং যোগ দিলেও প্রথম একাদশে থাকার সম্ভাবনা সেই ভাবে নেই। তাই আপুইয়ার জায়গায় দীপক তাংরিকে এবং মনবীর সিংয়ের পরিবর্তে সাহালকে রাখার কথা ভাব হয়েছে অর্থাৎ দেখা যেতে পারে খেলার শুরু থেকে সাহাল আবদুল সামাদ খেলবেন। প্রয়োজনে পরিবর্ত খেলোয়াড় হিসেবে মনবীরকে রাখা হবে। কোচ মোলিনার ভরসা আক্রমণে অবশ্যই সাহাল প্রধান ভূমিকা পালন করবেন। আসলে সাহাল বিভিন্ন পজিশনে খেলতে পারেন। সেই কারণে উইং থেকে আক্রমণ গড়ে তুলতে সাহালকে খেলোনোর কথা ভাবা হচ্ছে। এমনকি দেখা গেল দীপক তাংরি ও অনিরুদ্ধ থাপাকে নিয়ে বেশ কিছুক্ষণ অনুশীলনে ব্যস্ত ছিলেন কোচ নিজে।
মোহনবাগানের রক্ষণভাগে আলবার্তো ও টমদের নিয়ে কোচকে দেখা গেল বেশ কিছুক্ষণ আলোচনা করতে। শেষ তিনটি ম্যাচে গোল হজম করতে হয়েছে সবুজ মেরুন ব্রিগেডকে। এটা মনে রাখতে হবে প্রতিপক্ষ দলের শাই এডমিলসনদের চোখে চোখে রাখতে হবে। কোনওভাবেই তাঁদের সুযোগ দেওয়া চলবে না। একবার যদি তাঁরা সুযোগ পেয়ে যায় সেক্ষেত্রে যেকোনও সময় বিপদের মুখে পড়ে যেতে হবে।