• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বাংলার ভূমিপুত্রদের জায়গা হল না ভারতীয় দলে

মালয়েশিয়ার বিরুদ্ধে দুই প্রধানের ৭ জন খেলোয়াড়

ভারতীয় ফুটবল দল। ফাইল চিত্র

হায়দরাবাদে আগামী ১৮ নভেম্বর ভারত প্রীতি ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে লড়াই করতে নামছে। ভারতীয় দলে ২৬ জন ফুটবলারের নাম ঘোষণা করেছেন কোচ মানোলো মার্কেজ। সেই দলে বাংলার ভূমিপুত্র কোনও ফুটবলার জায়গা পেলেন না। বাংলার কাছে এটা খুবই লজ্জার! দীর্ঘদিন হাঁটুতে চোট থাকার কারণে ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘন মাঠের বাইরে ছিলেন। তিনি আবার সুস্থ হয়ে ভারতীয় দলে ডাক পেলেন। এই দলে কলকাতার দুই প্রধানের সাতজন ফুটবলার রয়েছেন। তবে দলে মাত্র একজন নতুন মুখ।

তবে সেই অর্থে ভারতীয় দলে কোনও চমক নেই। এই প্রথম চেন্নাই এফসি’র প্রতিভাবান ফুটবলার ইরফান ইয়াদওয়াদ জায়গা পেলেন। আশ্চর্যজনকভাবে ভারতীয় দলে বাদের তালিকায় চলে গেলেন শুভাশিস বসু, সাহাল আবদুল সামান ও মহেশ সিং। শুভাশিস বসুকে কেন বাদ দেওয়া হল, তার কোনও সঠিক উত্তর পাওয়া যায়নি। আর অন্যরা প্রত্যাশামতোই জাতীয় দলে ডাক পেয়েছেন।

কোচ মার্কেজ ভারতীয় দলে তিনজন গোলরক্ষককে রেখেছেন। সেখানেও প্রশ্ন থেকে গিয়েছে তিনজন গোলরক্ষককে রাখার পিছনে কী কারণ আছে? তিন গোলরক্ষক হলেন অমরিন্দর সিংহ, গুরপ্রীত সিংহ সান্ধু এবং বিশাল কাইথ। দলে ১১ জন ডিফেন্ডারকে রাখা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন কিছুদিন আগেই সবচেয়ে বিতর্কিত ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবের আনোয়ার আলি। এবাদে রয়েছেন আকাশ সাঙ্গওয়ান, আশিস রাই, চিংলেনসান সিং, মিংথানমাওয়াইয়া রালতে, মেহতাব সিং, রাহুল ভেকে, রোশন সিং এবং সন্দেশ জিঙ্ঘন। মাঝমাঠের ভারতীয় দলে ডাক পেলেন অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, জিকসন সিং, জিতিন এমএস, লালেংমাওইয়া রালতে, লিস্টন কোলাসো, সুরেশ সিং ও ভিবিন মোহানন। মাঝমাঠের আটজন খেলোয়াড় থাকবেন। আক্রমণে ৬ জনকে রাখা হয়েছে দলে। তাঁরা হলেন লালরিনডিকা, ইরফান, ফারুখ চৌধুরি, লালিয়ানজ়ুয়ালা ছাংতে, মনবীর সিং এবং বিক্রম প্রতাপ সিং।

এখন দেখার বিষয়, ভারতের মাটিতে কোচ মার্কোজের প্রশিক্ষণে মালয়েশিয়ার বিরুদ্ধে জয় তুলে আনতে পারেন কিনা ফুটবলাররা। সেই অর্থে কোচ হওয়ার পরে মার্কেজের সাফল্য চোখে পড়েনি। গত ম্যাচে জয়ের মুখ দেখেনি ভারতীয় দল। আগামী ১১ নভেম্বর থেকে হায়দরাবাদে এই ম্যাচের জন্য প্রস্তুতি শিবির শুরু হবে ভারতীয় দলের।

বিশ্বকাপের বাছাইপর্বের দৌড়ে ভারতীয় দল ছিটকে গেলেও এশিয়া কাপে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তার জন্য আগামী বছরের মার্চ মাসে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের খেলা আছে। তার প্রস্তুতির জন্য তিনটি আন্তর্জাতিক উইন্ডো আছে। আর তৃতীয়টি হবে এই ম্যাচ। ভারতীয় দলের কোচ হওয়ার পরে মার্কেজ তিনটি ম্যাচ পেয়েছেন। একটা ম্যাচেও তিনি জয় এনে দিতে পারেননি। গত সেপ্টেম্বর মাসে ইন্টার কন্টিনেন্টাল কাপে সিরিয়ার কাছে ৩-০ গোলে হারতে হয়েছিল। আর অক্টোবর মাসে ভিয়েতনামের সঙ্গে ভারতীয় দলের খেলা শেষ হয়েছিল ১-১ গোলে। সেই কারণেই ভারতীয় দলের অবস্থা একেবারেই ভালো নয়। আন্তর্জাতিক উইন্ডোর জন্য আইএসএল লিগের খেলা বন্ধ থাকবে ১১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত। তার আগে অবশ্য মোহনবাগান সুপার জায়ান্টস মুখোমুখি হবে ওড়িশা এফসি’র বিরুদ্ধে। ৯ নভেম্বর ইস্টবেঙ্গল খেলবে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে। সাময়িক বন্ধ থাকার পরে আইএসএল ফুটবল লিগে প্রথম ম্যাচটি শুরু হবে ২৩ নভেম্বর। খেলবে পাঞ্জাব এফসি ও নর্থ-ইস্ট ইউনাইটেড।