• facebook
  • twitter
Thursday, 14 November, 2024

বাংলা দলে নেই মোহনবাগানের কোনও ফুটবলার

সবুজ-মেরুন শিবিরের কোনও ফুটবলার নজর কাড়তে পারেননি। আইএফএ এবং কোচের পক্ষ থেকে বলা হয়েছে, পারফরম্যান্সের ভিত্তিতেই চূড়ান্ত দল গঠন করা হয়েছে।

আগামী ১৬ নভেম্বর কল্যাণীতে সন্তোষ ট্রফির বাছাই পর্বের খেলায় বাংলা খেলতে নামবে ঝাড়খণ্ডের বিরুদ্ধে। খেলা শুরু হবে দুপুর আড়াইটা থেকে। বাংলা দলের কোচ সঞ্জয় সেন মনে করেন, প্রথম ম্যাচেই বাংলা ভালো খেলবে। কিন্তু বাংলা দল গঠনে প্রশ্ন উঠেছে। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, দুই প্রধানের খেলোয়াড়রা বাংলা দলে জায়গা পেলেও মোহনবাগানের কোনও ফুটবলার বাংলা দলে আসেনি।

ইস্টবেঙ্গল ক্লাবের থেকে গোলরক্ষক আদিত্য পাত্র ও ডিফেন্ডার চাকু মাণ্ডি জায়গা পেয়েছেন। আর মহমেডান থেকে একমাত্র ইসরাফিল দেওয়ান সুযোগ পেয়েছেন। তবে, সবুজ-মেরুন শিবিরের কোনও ফুটবলার নজর কাড়তে পারেননি। আইএফএ এবং কোচের পক্ষ থেকে বলা হয়েছে, পারফরম্যান্সের ভিত্তিতেই চূড়ান্ত দল গঠন করা হয়েছে। সন্তোষ ট্রফিতে বাংলা দলকে নজর কাড়তে হলে প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ফুটবল খেলতে হবে। দীর্ঘ কয়েক বছর বাংলার ঘরে সন্তোষ ট্রফি আসেনি। বাংলা দলের কোচ সঞ্জয় সেন কলকাতা ফুটবলে চলতি মরশুমে কোনও দলের কোচ ছিলেন না। তাই কোচ সঞ্জয় সেনের কাছেও বড় চ্যালেঞ্জ বাংলাকে সাফল্য এনে দেওয়ার জন্য।