• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

অলিম্পিক গেমসে ভাসমান ভিলেজ নিয়ে আলোচনায় মুখর

প্যারিস: কঠোর নিরাপত্তা ও সতর্কের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে আগামী ২৬ জুলাই শুরু হয়ে যাচ্ছে প্যারিস অলিম্পিক গেমস৷ এবারের অলিম্পিকস গেমসকে কেন্দ্র করে প্যারিসের রাজপথে চমকপ্রদ ছবির প্রদর্শনীর পাশে জায়ান্ট স্কিন লাগানো হয়েছে৷ সারা শহর জুড়ে রয়েছে সিসি টিভি৷ কোথাও কোনও গণ্ডোগোল দেখতে পেলেই সেই জায়গায় তৎক্ষণাৎ নিরাপত্তা বাহিনী পেঁৗছে যেতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে৷

প্যারিস: কঠোর নিরাপত্তা ও সতর্কের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে আগামী ২৬ জুলাই শুরু হয়ে যাচ্ছে প্যারিস অলিম্পিক গেমস৷ এবারের অলিম্পিকস গেমসকে কেন্দ্র করে প্যারিসের রাজপথে চমকপ্রদ ছবির প্রদর্শনীর পাশে জায়ান্ট স্কিন লাগানো হয়েছে৷ সারা শহর জুড়ে রয়েছে সিসি টিভি৷ কোথাও কোনও গণ্ডোগোল দেখতে পেলেই সেই জায়গায় তৎক্ষণাৎ নিরাপত্তা বাহিনী পেঁৗছে যেতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে৷ অ্যাথলিটরা কোনও ভাবেই যাতে অসুবিধার মধ্যে না পরেন তার জন্য সারাদিন বিশেষ নিরাপত্তা বাহিনী টহল দেবে৷

অন্য কোনও অলিম্পিক্স গেমসের সময় যা হয়নি তা এবারে দেখতে পাওয়া যাবে৷ অলিম্পিক গেমস অভিষেক হচ্ছে ভাসমান অলিম্পিক ভিলেজে৷ এই ভাসমান ভিলেজের অর্থ হল যখন অ্যাথলিটরা এখানে যখন থাকবেন তখন তাদের ঠিকানা হবে ভাসমান৷ হাতে গোনা অ্যাথলিটরা এই ভাসমান গেমস ভিলেজে থাকার সুবিধা পাবেন৷ যাঁরা এই সুযোগ পাবেন তাঁরা অবশ্যই ভাগ্যবান তা নিয়ে বলার কিছু নেই৷ ৪৮ জন অ্যাথলিটদের এই ভাসমান ভিলেজেই তাঁদের ঠিকানা হবে৷ এই ভাসমান ভিলেজেই থাকছে স্কাই বার৷ রয়েছে ডান্সিং রুম৷ থাকছে পাঠাগার৷ তারপরেও ফিটনেস রুম৷ রয়েছে স্পা৷ তবে কার্ডবোর্ডের কোনও বেড থাকবে না, সেখানে সাধারণ বেড থাকবে অ্যাথলিটদের জন্যে৷

এবারের অলিম্পিক্স গেমসে ভাসমান ভিলেজ নিয়ে আলোচনার শেষ নেই৷ যাঁরা পদক পাবেন তাঁরা প্রতিযোগিতার স্থান থেকে অনেক দূরে যেতে হবে৷ বিমানে যাতায়াত করলে সেই জায়গায় পেঁৗছাতে প্রায় ২১ ঘণ্টা সময় লাগবে৷

এদিকে ঘোড়ার উপর অত্যাচার করার অভিযোগ উঠে এসেছে৷ এই অভিযোগের ভিত্তিতে প্যারিস অলিম্পিক থেকে নাম তুলে নিয়েছে ৬টি পদক প্রাপ্ত তারকা ‘ড্রেসেজ’৷ সেই শার্লট ডুজারদিনের বিরুদ্ধেই নিজের ঘোড়ার উপর অত্যাচার করার অভিযোগ উঠে আসে৷ সেই অভিযোগ মেনে নিয়ে তিনি নিজের নাম তুলে নিয়েছেন৷

ভারত থেকে যে সংখ্যার অ্যাথলিট প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন তার মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগি রয়েছেন হরিয়ানায়৷ হরিয়ানা থেকে ২৪ জন প্রতিনিধি অলিম্পিক গেমসে নামবেন৷ এখানে উল্লেখ করা যেতে পারে, হরিয়ানা নীরজ চোপড়া গত অলিম্পিক গেমসে সোনার পদক জিতেছিলেন৷ হরিয়ানার পরেই পাঞ্জাবে ১৯ জন প্রতিযোগি রয়েছেন৷ আর তামিলনাড়ু থেকে অংশ নিচ্ছেন ১৩ জন প্রতিযোগি৷ বাংলা থেকে অংশ নিচ্ছেন মাত্র ৩ জন প্রতিযোগি৷