পৃথ্বী শ-র জন্য মেগা অকশনে কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেনি। প্রসঙ্গত, গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন পৃথ্বী। তবে এবার আইপিএল মেগা অকশনের আগে তাঁকে রিলিজ করে দেওয়া হয়েছিল। এবার ৭৫ লাখ টাকা বেস প্রাইস নিয়ে অকশনে নেমেছিলেন পৃথ্বী শ। কিন্তু, টানা ব্যর্থতা এবং ফিটনেস সংক্রান্ত সমস্যার কারণে ফ্র্যাঞ্চাইজি তাঁর উপর থেকে আগ্রহ হারিয়েছিল। ইতিমধ্যে ট্রোলড হতে শুরু করেন পৃথ্বী শ।
ইতিমধ্যে শেষ হয়েছে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা অকশন। গত ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দা শহরে এই নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজি মোট ৬৩৯.১৫ কোটি টাকা খরচ করে ১৮২ জন ক্রিকেটারকে দলে নিয়েছেন।
কিন্তু মেগা অকশনের ঠিক আগে একটি ইউটিউব চ্যানেলে এই ট্রোলিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার এককালের ‘প্রডিজি’ ক্রিকেটার। তিনি স্পষ্ট বললেন, ‘সবাইকে চিনে নিয়েছি। প্রথম কথা তো এইসব ট্রোলিং দেখে আমি খুব হাসি। আমি এসব দেখতে ভালবাসি। সেটা ভাল হোক কিংবা খারাপ। আমার ব্যাপারে কে কী ভাবছেন, সেটা আমি জানতে চাই।’ তিনি আরও বলেন ‘ট্রোল করা একেবারে ঠিক কাজ নয়। তবে অতটাও খারাপ নয়। আমি প্রত্যেকটা মিম এবং পোস্ট দেখি। কখনও মানসিক আঘাত পাই। কখনও কখনও মনে হয় যে এটা ভুল বলে দিল। এমনটা বলা উচিত হয়নি।’