রথীন পালচৌধুরি: পাঁচ কোটিরও বেশি কৃষক সংগঠনের যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চার তরফে বুধবার কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানানো হল৷ মোর্চার আহ্বানে গোটা দেশেই শহর, নগর, গ্রামে এই বহ্নি উৎসব চলে৷ বুধবার মোর্চার পক্ষে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন হান্নান মোল্লা, দর্শন পাল সিং, ডা. আশিস মিত্তাল, রাকেশ টিকায়েত, অভীক সাহা প্রমুখ৷ সংযুক্ত কিষাণ মোর্চা বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও কৃষির প্রতি অনীহার অভিযোগ তোলেন৷ কৃষিক্ষেত্রে ক্রমবর্ধমান কর্পোরেটের অনুপ্রবেশ এবং কৃষকদের প্রধান দাবি— ফসলের নূ্যনতম মূল্যবৃদ্ধি (C-2+50%), কৃষকদের ঋণ মুকুব, কৃষক পেনশন এবং কিষাণ সম্মান বিধির বিষয়ে বাজেটে সম্পূর্ণ নীরব থাকা হয়েছে বলে এদিন বক্তারা উল্লেখ করেন৷ চাষের খরচ কমাতে কৃষি যন্ত্রপাতি, বীজ, সার, কীটনাশক ইত্যাদি উপকরণ করমুক্ত করার দাবিকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে৷