ইস্টবেঙ্গলের দাপটের কাছে ভেঙে চুরমার সুরুচি সংঘ

কলকাতা ফুটবল লিগে প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সের খেলায় ইস্টবেঙ্গলের দাপট অব্যাহত। মাঠে দর্শক না হলেও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ইস্টবেঙ্গল। পরপর খেলায় লাল-হলুদ ব্রিগেড জয় তুলে নিতে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে কোনও বেগই পেতে হচ্ছে না। মঙ্গলবার ঘরের মাঠে ইস্টবেঙ্গল ৫-০ গোলে সুরুচি সংঘকে যেভাবে পর্যুদুস্ত করল তা অবশ্যই প্রশংসা করার মতো। ইস্টবেঙ্গলের অশ্বমেধের ঘোড়া ছুটছে।

খেলার শুরু থেকেই লাল-হলুদ ফুটবলাররা যেভাবে আক্রমণে ঝড় তুলতে শুরু করেছিলেন, তাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল সুরুচি সংঘের পক্ষে তা সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। সেই ভাবনাই সত্য হল। খেলার প্রথমার্ধেই ইস্টবেঙ্গল ৪-০ গোলে এগিয়ে যায়। খেলায় প্রথম গোলটি আসে ম্যাচের ৯ মিনিটের মাথায়। দারুণ দক্ষতার সঙ্গে আমন সিকে গোল করে সবার মন জয় করে নেন। এগিয়ে থাকা ইস্টবেঙ্গল আবারও আক্রমণে বেসামাল করে দেয় সুরুচি সংঘের রক্ষণভাগকে। ম্যাচের ১৭ মিনিটে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোলটি করেন পিভি বিষ্ণু। পিছিয়ে থেকেও সুরুচি সংঘের খেলোয়াড়রা পাল্টা আঘাত হানতে পারেননি। বরঞ্চ ইস্টবেঙ্গল বার বার সুরুচি সংঘের রক্ষণভাগে ধাক্কা দিতে থাকে। তারই ফলস্বরূপ ৪১ মিনিটের মাথায় আবার ইস্টবেঙ্গল গোল পায়। এই গোলটিও করেন আমন সিকে।

প্রথম পর্বেই ইস্টবেঙ্গল ৪-০ গোলে এগিয়ে থাকার ফলে বিনো জর্জের ছেলেরা দ্বিতীয় পর্বে একটু হালকা চালে খেলার চেষ্টা করতে থাকেন। কিন্তু সেই সময় সুরুচি সংঘের ফুটবলাররা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। হালকা চালে খেলার প্রবণতার মধ্যেই ৭২ মিনিটে দারুণ গোল করেন ইস্টবেঙ্গলের মহম্মদ রোশাল। ইস্টবেঙ্গল ৫-০ গোলে সুরুচি সংঘকে হারিয়ে অনেকটাই এগিয়ে গেল। এই জয়ের ফলে কলকাতা লিগে ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট পেল ইস্টবেঙ্গল। আর দ্বিতীয় স্থানে রয়েছে ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব। কিভু ভিকুনার দল ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট পেয়েছে।