এক সময় পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়কে মাও অধ্যুষিত এলাকা বলেই জানতো রাজ্যবাসী। কিন্তু নতুন সরকার আসার পর রাজ্য পুলিশ এবং যৌথ বাহিনীর তৎপরতায় মাওবাদী আতঙ্ক শেষ হয়েছে পুরুলিয়া জেলায়। গড়ে উঠেছে নতুন নতুন শিল্প এবং তার সঙ্গে পর্যটন কেন্দ্র। এক সময় যে এলাকাগুলিতে পর্যটক তো দূরের কথা সাধারণ মানুষও যেতে পারতেন না, যে এলাকার রাস্তাঘাট দিয়ে যাতায়াত করতেন না স্থানীয়রা। সেই এলাকাগুলি এখন বিশেষ পর্যটন কেন্দ্র রূপে গড়ে উঠেছে। বিশেষ সূত্রে জানা গেছে, চলতি বছরেও পুরুলিয়া জেলার এই অযোধ্যা পাহাড়ে প্রায় তিন লক্ষের কাছাকাছি পর্যটকেরা এসেছেন। অযোধ্যা পাহাড়ের মনোরম দৃশ্য দার্জিলিং এর মত নিজেদের গাড়ি নিয়ে পাহাড় ভ্রমণ করা এবং আপার ড্যাম, লোয়ার ড্যাম সহ বামনি জলপ্রপাতের মনোরম প্রাকৃতিক দৃশ্য মন কেড়েছে রাজ্যবাসীর এবং ভিন রাজ্যের পর্যটকদের।
এবার সেই অযোধ্যা পাহাড়ে রাজ্যের এই প্রথমবার নাইট ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে পুরুলিয়া জেলা পুলিশ। আগামী ২২ ফেব্রুয়ারি। পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী ২২ ফেব্রুয়ারি পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে একটি নাইট ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এই প্রতিযোগিতাটির দৌড় শুরু হবে অযোধ্যার হিল টপ থেকে আপার ড্যাম হয়ে আবার আপার ড্যাম গ্রাউন্ডে শেষ হবে। এই প্রতিযোগিতাটি প্রায় ১৪ কিলোমিটার জুড়ে করা হবে। এই প্রতিযোগিতা দ্বারা জেলা পুলিশ সমাজের কাছে বার্তা দিতে চায় রাউন্ড ফর অ্যাডভেঞ্চার, এলাকাকে সবুজময় গড়ে তুলতে গো গ্রীন, দুর্ঘটনা রুখতে সেভ ড্রাইভ সেভ লাইফ, এলাকার উন্নতির লক্ষ্যে, এলাকাকে নেশামুক্ত করতে নো ড্রাগ নো অ্যালকোহল, এর সঙ্গে এলাকার আদিবাসীদের সংস্কৃতি, পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নের চিন্তা ধারা আরো অনেক সমাজ সচেতনতামূলক বার্তা। এবং বিশেষ করে সেভ এন্ড সিকিউর অযোধ্যা এই বার্তা দেওয়া হবে বিশেষ করে।
প্রায় ৫০০ জনেরও বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এমনটাই আশা রাখছেন তিনি, রাজ্যে প্রথমবার নাইট ম্যারাথনের আয়োজন করা হচ্ছে এই পুরুলিয়ায়, বিশেষ করে এই ম্যারাথনের রাস্তা কখনো জঙ্গল দিয়ে কখনো বা জলাশয়ের পাশ দিয়ে রয়েছে তাই বিশেষ উত্তেজনামূলক হতে চলেছে এই প্রতিযোগিতা। অযোধ্যার সংস্কৃতির সাথে তাল মিলিয়ে এবং প্রতিযোগীদের সাথে সেখানের সাংস্কৃতিক নিরাপত্তা বজায় রেখে এই প্রতিযোগিতা হতে চলেছে।
বিশেষ করে পর্যটকরা এখানে নিশ্চিন্তে আসতে পারেন সেই বার্তা দেওয়ার জন্য এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে ঘিরে সাধারণ মানুষেরও উত্তেজনা রয়েছে দেখার মত, ওখানকার এলাকাবাসী থেকে শুরু করে সারা পুরুলিয়া জেলা ওই দিন অযোধ্যা পাহাড়ে এই অ্যাডভেঞ্চার মূলক প্রতিযোগিতাকে মনোরঞ্জন করতে অযোধ্যা পাহাড়ের পাদদেশে প্রকৃতির কোলে উপস্থিত থাকবেন বলে জানাচ্ছেন।