• facebook
  • twitter
Thursday, 7 November, 2024

ভারতীয় ফুটবলে প্রস্ত্ততি শিবিরে দ্বিতীয় দল ঘোষণা

নিজস্ব প্রতিনিধি— বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের খেলায় ভারতীয় দলে মোট ৪১ জন ফুটবলারের নাম ঘোষণা করলেন কোচ ইগর স্টিম্যাক৷ প্রথম পর্যায়ে ২৬ জন ফুটবলার নিয়ে প্রশিক্ষণ শিবির শুরু করবেন একথা আগেই ঘোষণা করেছিলেন কোচ৷ এবারে আরও ১৫ জন খেলোয়াড়ের নাম জানানো হল৷ এখানে উল্লেখ করা যেতে পারে, আইএসএল ফুটবলের ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার

নিজস্ব প্রতিনিধি— বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের খেলায় ভারতীয় দলে মোট ৪১ জন ফুটবলারের নাম ঘোষণা করলেন কোচ ইগর স্টিম্যাক৷ প্রথম পর্যায়ে ২৬ জন ফুটবলার নিয়ে প্রশিক্ষণ শিবির শুরু করবেন একথা আগেই ঘোষণা করেছিলেন কোচ৷ এবারে আরও ১৫ জন খেলোয়াড়ের নাম জানানো হল৷ এখানে উল্লেখ করা যেতে পারে, আইএসএল ফুটবলের ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস ও মুম্বই সিটি এফসি৷ সেই কারণেই এই দুই দলের ফুটবলারদের নাম বাছাই করা হয়নি৷ এবারে যে ১৬ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে মোহনবাগানের আটজন ফুটবলার রয়েছে৷ আর মুম্বই সিটি থেকে সুযোগ পেয়েছেন সাতজন৷ ৪১ জনের দলে এই দুই ক্লাব থেকে সব থেকে বেশি ফুটবলার রয়েছেন৷ চলতি মরশুমে আইএসএল ফুটবলে লিগ ও শিল্ডের লড়াই হয়েছিল মোহনবাগান ও মুম্বইয়ের মধ্যে৷ তখন মোহনবাগান মুম্বইকে হারিয়ে লিগ-শিল্ড পেয়েছিল৷ তারই বদলা নিয়েছে মুম্বই দল ফাইনালে মোহনবাগানকে হারিয়ে৷ সেই কারণে মুুম্বই দল ভারত সেরা দল হিসেবে স্বীকৃতি পায়৷

আগামী ১০ মে থেকে ওড়িশার ভুবনেশ্বরে প্রস্ত্ততি শিবির শুরু হচ্ছে৷ টানা চার সপ্তাহ ধরে এই শিবির চলবে৷ প্রথম পর্বে ডাকা খেলোয়াড়রা ১০ মে থেকে এই শিবিরে যোগ দেবেন৷ তবে, দ্বিতীয় পর্বে যে সমস্ত খেলোয়াড়রা ডাক পেয়েছেন, তাঁরা আগামী ১৫ মে থেকে এই শিবিরে যোগ দেবেন৷ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে এই রাউন্ডে দু’টি ম্যাচ বাকি আছে ভারতের৷ আগামী ৬ জুন কলকাতায় ভারত খেলবে কুয়েতের সঙ্গে৷ আর ১১ জুন দোহাতে কাতারের বিরুদ্ধে ভারত মাঠে নামবে৷ এই দুই ম্যাচের ফলাফলের উপরেই নির্ভর করছে পরবর্তী রাউন্ডে খেলতে পারবে কিনা ভারত৷ আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে হেরে যাওয়ায়, এই মুহূর্তে ভারত গ্রুপে দ্বিতীয় স্থানে অবস্থান করছে৷ যদি ভারতকে পরের রাউন্ডে যেতে হয়, তাহলে দুটো ম্যাচেই জিততে হবে৷ সেই কারণেই কোচ স্টিম্যাক চাইছেন টানা একমাস প্রস্ত্ততি নিয়ে ভারত মাঠে নামুক৷ দ্বিতীয় পর্বে যাঁদের ডাকা হয়েছে, তাঁরা হলেন গোলরক্ষক বিশাল কাইত ও ফুর্বা লাচেনপা৷ ডিফেন্ডার আকাশ মিশ্র, আনোয়ার আলি, মেহতাব সিং, রাহুল ভেকে এবং শুভাশিস বসু৷ মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, লালেনমাওয়াইয়া রালতে, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো ও সাহাল আবদুল সামাদ৷ ফরোয়ার্ডে মনবীর সিং ও বিক্রম প্রতাপ সিং৷