নিজস্ব প্রতিনিধি— বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের খেলায় ভারতীয় দলে মোট ৪১ জন ফুটবলারের নাম ঘোষণা করলেন কোচ ইগর স্টিম্যাক৷ প্রথম পর্যায়ে ২৬ জন ফুটবলার নিয়ে প্রশিক্ষণ শিবির শুরু করবেন একথা আগেই ঘোষণা করেছিলেন কোচ৷ এবারে আরও ১৫ জন খেলোয়াড়ের নাম জানানো হল৷ এখানে উল্লেখ করা যেতে পারে, আইএসএল ফুটবলের ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস ও মুম্বই সিটি এফসি৷ সেই কারণেই এই দুই দলের ফুটবলারদের নাম বাছাই করা হয়নি৷ এবারে যে ১৬ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে মোহনবাগানের আটজন ফুটবলার রয়েছে৷ আর মুম্বই সিটি থেকে সুযোগ পেয়েছেন সাতজন৷ ৪১ জনের দলে এই দুই ক্লাব থেকে সব থেকে বেশি ফুটবলার রয়েছেন৷ চলতি মরশুমে আইএসএল ফুটবলে লিগ ও শিল্ডের লড়াই হয়েছিল মোহনবাগান ও মুম্বইয়ের মধ্যে৷ তখন মোহনবাগান মুম্বইকে হারিয়ে লিগ-শিল্ড পেয়েছিল৷ তারই বদলা নিয়েছে মুম্বই দল ফাইনালে মোহনবাগানকে হারিয়ে৷ সেই কারণে মুুম্বই দল ভারত সেরা দল হিসেবে স্বীকৃতি পায়৷
আগামী ১০ মে থেকে ওড়িশার ভুবনেশ্বরে প্রস্ত্ততি শিবির শুরু হচ্ছে৷ টানা চার সপ্তাহ ধরে এই শিবির চলবে৷ প্রথম পর্বে ডাকা খেলোয়াড়রা ১০ মে থেকে এই শিবিরে যোগ দেবেন৷ তবে, দ্বিতীয় পর্বে যে সমস্ত খেলোয়াড়রা ডাক পেয়েছেন, তাঁরা আগামী ১৫ মে থেকে এই শিবিরে যোগ দেবেন৷ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে এই রাউন্ডে দু’টি ম্যাচ বাকি আছে ভারতের৷ আগামী ৬ জুন কলকাতায় ভারত খেলবে কুয়েতের সঙ্গে৷ আর ১১ জুন দোহাতে কাতারের বিরুদ্ধে ভারত মাঠে নামবে৷ এই দুই ম্যাচের ফলাফলের উপরেই নির্ভর করছে পরবর্তী রাউন্ডে খেলতে পারবে কিনা ভারত৷ আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে হেরে যাওয়ায়, এই মুহূর্তে ভারত গ্রুপে দ্বিতীয় স্থানে অবস্থান করছে৷ যদি ভারতকে পরের রাউন্ডে যেতে হয়, তাহলে দুটো ম্যাচেই জিততে হবে৷ সেই কারণেই কোচ স্টিম্যাক চাইছেন টানা একমাস প্রস্ত্ততি নিয়ে ভারত মাঠে নামুক৷ দ্বিতীয় পর্বে যাঁদের ডাকা হয়েছে, তাঁরা হলেন গোলরক্ষক বিশাল কাইত ও ফুর্বা লাচেনপা৷ ডিফেন্ডার আকাশ মিশ্র, আনোয়ার আলি, মেহতাব সিং, রাহুল ভেকে এবং শুভাশিস বসু৷ মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, লালেনমাওয়াইয়া রালতে, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো ও সাহাল আবদুল সামাদ৷ ফরোয়ার্ডে মনবীর সিং ও বিক্রম প্রতাপ সিং৷