• facebook
  • twitter
Friday, 10 January, 2025

প্রায় পাঁচ ঘণ্টা লড়াই করে রেকর্ড গড়ে শেষ আটে নোভাক জোকোভিচ

প্যারিস— দারুণ লড়াই করলেন নোভাক জোকোভিজ৷ জোকোভিজ এখনও যে তাঁর দক্ষতা থেকে সরে আসেননি, তা প্রমাণ করে দিলেন৷ কোর্টে নামলেই তিনি অন্য কথা ভাবেন না৷ একটাই শপথ৷ এই জয়ের হাসিমুখে কোর্ট ছাড়তে চান৷ তাই স্পষ্ট দেখা গেল চতুর্থ রাউন্ডে ওঠার লড়াই নোভাক জোকোভিচ জিতেছিলেন ৪ ঘণ্টা ২৯ মিনিটে৷ কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাঁকে খেলতে হল

প্যারিস— দারুণ লড়াই করলেন নোভাক জোকোভিজ৷ জোকোভিজ এখনও যে তাঁর দক্ষতা থেকে সরে আসেননি, তা প্রমাণ করে দিলেন৷ কোর্টে নামলেই তিনি অন্য কথা ভাবেন না৷ একটাই শপথ৷ এই জয়ের হাসিমুখে কোর্ট ছাড়তে চান৷ তাই স্পষ্ট দেখা গেল চতুর্থ রাউন্ডে ওঠার লড়াই নোভাক জোকোভিচ জিতেছিলেন ৪ ঘণ্টা ২৯ মিনিটে৷ কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাঁকে খেলতে হল ৪ ঘণ্টা ৩৯ মিনিট৷ পাঁচ সেটের লড়াইয়ে আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুনডোলোকে হারিয়ে ফরাসি ওপেনের শেষ আটে জায়গা করে নিলেন পুরুষদের শীর্ষ বাছাই তারকা৷ এই ম্যাচ জিতে রেকর্ডও গড়লেন তিনি৷

ওপেন এরাতে গ্র্যান্ড স্ল্যামে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়লেন জোকোভিচ৷ সেরুনডোলোর বিরুদ্ধে ৩৭০তম ম্যাচ জিতলেন নোভাক৷ এক দিন রজার ফেডেরারের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে ছিলেন তিনি৷ এ বার ফেডেরারকে টপকে গেলেন জোকোভিচ৷

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সেরিনা উইলিয়ামস৷ ওপেন এরাতে গ্র্যান্ড স্ল্যামে ৩৬৭টি ম্যাচ জিতেছেন তিনি৷ রাফায়েল নাদাল জিতেছেন ৩১৪টি ম্যাচ৷ তিনি রয়েছেন চার নম্বরে৷ পঞ্চম স্থানে রয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা৷ তিনি জিতেছেন ৩০৬টি ম্যাচ৷

সেরুনডোলোর বিরুদ্ধে প্রথম সেট সহজেই (৬-১) জিতে নেন জোকোভিচ৷ কিন্ত্ত দ্বিতীয় সেটে ফিরে আসেন আর্জেন্টিনার টেনিস খেলোয়াড়৷ তিনি জেতেন ৭-৫ গেমে৷ তৃতীয় সেটও হারেন জোকোভিচ৷ সেরুনডোলো জেতেন ৬-৩ গেমে৷ তৃতীয় সেটের পরে হারের আশঙ্কা শুরু করেছিলেন জোকোভিচের ভক্তেরা৷ কিন্ত্ত তিনি কেন সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যামের মালিক, তা আরও এক বার প্রমাণ করে দিলেন জোকার৷ চতুর্থ সেট ৭-৫ ও পঞ্চম সেট ৬-৩ গেমে জিতে ম্যাচ নিজের পকেটে করেন জোকোভিচ৷