• facebook
  • twitter
Thursday, 10 April, 2025

আসন্ন বিশ্বকাপের আসরে ২৬ জন ফুটবলার রাখতে পারবে অংশগ্রহণকারি দলগুলি, নতুন নিয়ম আনল ফিফা

২৩ জন বাড়িয়ে ২৬ জন খেলোয়াড়কে দলে রাখতে পারবে আসন্ন কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ টি দল। এমন কথাই ফিফার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো।

২৩ জন থেকে তিনজন বাড়িয়ে ২৬ জন খেলোয়াড়কে দলে রাখতে পারবে আসন্ন কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ টি দল। এমন কথাই ফিফার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো।

আগে প্রতিটা দলে আন্তরজাতিক প্রতিযোগিতায় অংশ নিলে দলে ২৩ জন করে ফুটবলার রাখতে পারতো।

কিন্তু এবার ফিফা সেই নিয়মে বদল আনল। আর বিশেষ করে বলতে গেলে করোনার কারণেই এমন সিদ্ধান্ত।

পাশাপাশি অংশগ্রহণকারী দলগুলিকে বিশ্বকাপ প্রতিযোগিতার শুরুর একমাস আগে তাদের ফাইনাল ২৬ জন খেলোয়াড়ের লিস্ট জমা দিতে হবে। ২০ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে টিম লিস্ট।

প্রতিটা ম্যাচে বেঞ্চে ১৫ জন খেলোয়াড় থাকতে পারবে সেইসঙ্গে ১১ জন অফিসিয়াল। এবং একজন টিম ডক্টর। প্রতিটা ম্যাচে সব খেলোয়াড় খেলতে পারবেন ঘুরিয়ে ফিরিয়ে।