লখনউ— লোকেশ রাহুল লখনউ সুপার জায়েন্টস দলের অধিনায়ক৷ আইপিএল শুরু হওয়ার আগেই অধিনায়ক লোকেশ রাহুলকে জানিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের অল রাউন্ডার ডেভিড উইলি ব্যক্তিগত কারণে তাঁর খেলা সম্ভব হবে না৷ কিন্ত্ত সেই মুহূর্তেই তাঁর বদলি খেলোয়াড় হিসেবে লখনউ দল সেইভাবে কারওর নাম পছন্দের তালিকায় আনেনি৷ তবে, শনিবার নিউজিল্যান্ডের বোলার ম্যাট হেনরিকে নেওয়া হল লখনউ সুপার জায়েন্টস দলে৷ একজন অলরাউন্ডারের বদলে নেওয়া হল একজন পেসারকে৷ এখানে উল্লেখ করা যেতে পারে, হেনরি অবিক্রীত ছিলেন নিলামের সময়৷ তখন তাঁর দাম ছিল ১ কোটি ২৫ লক্ষ টাকা৷ সেই অঙ্কের দামে কোনও দলই নিউজিল্যান্ডের পেসারকে কিনতে চায়নি৷ কিন্ত্ত শেষ পর্যন্ত লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক লোকেশ রাহুল পছন্দের তালিকায় রাখলেন নিউজিলান্ডের পেসার ম্যাট হেনরিকে৷
ইতিমধ্যে হেনরি নিউজিল্যান্ডের হয়ে ২৫টি টেস্ট ম্যাচ খেলেছেন৷ খেলেছেন ৮২টি একদিনের ম্যাচ৷ খেলা হয়ে গিয়েছে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ৷ অবশ্য এর আগেও আইপিএল ক্রিকেটে তিনি খেলে গেছেন৷ খেলেছেন পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংসের হয়ে৷ তবে পাঞ্জাবের হয়ে তিনি বেশি ম্যাচ খেলেননি৷ মাত্র দু’টি ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালে৷ সেই কারণে আইপিএল ক্রিকেট খেলার অভিজ্ঞতা সেইভাবে তাঁর নেই৷ খেলা শুরু হওয়ার আগে দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, মার্ক উড আগেই নিজেকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছিলেন৷ এবার উইলিও সেই পথেই হাঁটলেন৷ সেই কারণে পেস বোলিংয়ে আমাদের কিছুটা ঘাটতি ছিল৷ সেটা আশা করা যায় পূরণ হয়ে যাবে৷ তিনি পুরোপুরি সুস্থ, তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ লখনউ দল লিগ টেবলে একেবারে তলানিতে রয়েছে৷ একটা ম্যাচ খেলেছে এবং হার স্বীকার করতে হয়েছে৷