• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

মুম্বই শিবির দুই ভাগে বিভক্ত

নিজস্ব প্রতিনিধি— আইপিএল ক্রিকেটে এবারে মুম্বই ইন্ডিয়ান্স দলের ফলাফল কোনওভাবেই সুখকর নয়৷ কেন যে এমন ঘটনা ঘটল, তা নিয়ে বিশ্লেষণ করছেন অনেকেই৷ তারই মধ্যে দলের খেলোয়াড়দের মধ্যে ব্যবধান তৈরি হয়ে গিয়েছে৷ হার্দিক পাণ্ডিয়াকে যেদিন মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক ঘোষণা করা হয়, সেদিন থেকেই এই গণ্ডগোলের সূত্রপাত৷ দলের অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে কেন হার্দিক

নিজস্ব প্রতিনিধি— আইপিএল ক্রিকেটে এবারে মুম্বই ইন্ডিয়ান্স দলের ফলাফল কোনওভাবেই সুখকর নয়৷ কেন যে এমন ঘটনা ঘটল, তা নিয়ে বিশ্লেষণ করছেন অনেকেই৷ তারই মধ্যে দলের খেলোয়াড়দের মধ্যে ব্যবধান তৈরি হয়ে গিয়েছে৷ হার্দিক পাণ্ডিয়াকে যেদিন মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক ঘোষণা করা হয়, সেদিন থেকেই এই গণ্ডগোলের সূত্রপাত৷ দলের অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে কেন হার্দিক পাণ্ডিয়াকে ব্যাটন তুলে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ আসলে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়ার ঘটনা অনেকেই মেনে নিতে পারেননি৷ দলের মধ্যে সমালোচনায় মুখর হয়েছেন নতুন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া৷ যার ফলে খেলোয়াড়রা দু’ভাগে বিভক্ত হয়ে গেছেন৷ এককথায় বলা যায়, স্বদেশি ক্রিকেটাররা হার্দিক পাণ্ডিয়াকে সেইভাবে মেনে নিতে পারেননি৷ সেই কারণে রোহিত শর্মার দিকেই তাঁদের সমর্থন ছিল৷ আর বিদেশি ক্রিকেটাররা হার্দিকের পক্ষে ছিলেন৷ ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বিদেশি ক্রিকেটারদের পছন্দ দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল৷ যার ফলে মুম্বই শিবিরে সমন্বয়ের অভাব তৈরি হতে থাকে প্রতিযোগিতার শুরু থেকেই৷ এমনকি অনুশীলনের সময় রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মারা আলোচনায় বসে থাকতেন নিজেদের মধ্যে৷ এও দেখা গিয়েছে, হার্দিক পাণ্ডিয়া তাঁদের কাছে এসে দাঁড়ালে সূর্যকুমার ও তিলক উঠে চলে যেতেন৷ আসলে হার্দিক পাণ্ডিয়ার অধিনায়কত্বকে মেনে নেওয়া তাঁদের পক্ষে সম্ভব ছিল না৷ এঁরা প্রত্যেকেই রোহিত শর্মাকে চেয়েছিলেন দলের অধিনায়ক হিসেবে৷ যখন হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া গেল, তখনই তাঁদের সংহতিতে চিড় ধরেছে৷