কলকাতা ঘোড়দৌড়ের ১২ জানুয়ারির বাতিল হওয়া ডার্বি আজ শুক্রবার হবে। ঘোড়ার সহিনদের ধর্মঘটের জন্য গত রবিবার রেস ক্যান্সেল হয়েছিল। টার্ফ ক্লাবের স্টুয়ার্টদের ধন্যবাদ যে তাঁরা অবার রেস চালু করতে পেরেছেন। মোট ১০টি বাজি। ৯ম বাজিতে ‘মেরোপি’ ছাড়া বাকি রেসে জেতা ঘোড়া ধরা মুশকিল।
প্রায় ৮০ লক্ষ টাকার ডার্বি বাজিতে মোট ৯টি প্রতিযোগী অংশগ্রহণ করছে। এই রেসে ভারতবর্ষে এবং বিদেশের সেরা জকিদের সওয়ার হতে দেখা যাবে। আমার মতে লড়াই হওয়া উচিত ‘কাস্টিল’ এবং ‘ট্রাকিলার মধ্যে। এয়ারোপলি ঘোড়াটি আপসেট করতে পারে।
মতামত
প্রথম বাজি— দুপুর ১২.০০টা, মাচিয়াতো ১, ইন্ডিয়ান জ্যাক ২, ক্রিস্টালডো ৩
দ্বিতীয় বাজি— ১২.৩০ মি., পোলকা ডট্ ১, মোরানো ২, এলিয়ানোরা ৩
তৃতীয় বাজি— ১.০০টা, এম্পারার অশোকা ১, কাইন্ড অফ ম্যাজিক ২, স্টার জাস্টিস ৩
চতুর্থ বাজি— ১.৩০ মি., স্নোপার্সার ১, বিবুরি ২, মাদ্রাজ চেক ৩
পঞ্চম বাজি— ২.০০টা, পিওর ফর সিওর ১, সুপার লেটিভ ২, লিবান ৩
ষষ্ঠ বজি— ২.৩০ মি., কাসা ১, আর্থ ২, স্যালোনি ৩
সপ্তম বাজি— ৩.০০টা, আউটল্যান্ডার ১, স্যুপ এন্ড স্যান্ডউইচ ২, লা-ডমিনেট ৩
অষ্টম বাজি— ৩.৩০ মি., কাস্টিল ১, ট্রাকিলা ২, এয়ারোপলি ৩
নবম বাজি— ৪.০০টা মেরোপি ১, কুল রাইডার ২, অ্যাগনোস্টিক ৩
১০ম বাজি— ৪.৩০ মি., মাই প্রিন্সেস ১, স্যার বাফেট ২, লাইট দ্য ওয়ার্ল্ড ৩।
দিনের সেরা— মাই প্রিন্সেস