বিরাটের বক্তব্যের মূল বিষয়   

১. আমি তো জানতামই না। টেস্ট দল ঘোষণার নব্বই মিনিট আগে আমি জানতে পারি আমি সাদা বলের ক্রিকেটে আর অধিনায়ক নেই।

২. বিসিসিআইয়ের পক্ষ থেকে আমায় টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়া নিয়ে কোনও কথা বলা হয়নি। 

৩. বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলির দিকে প্রতক্ষ্যভাবে না হলেও পরোক্ষভাবে আঙুল তোলেন। 


৪. আমি জানিয়েছিলাম টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেও, ক্রিকেটের বাকি দুই ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব নিতে রাজি ছিলাম। কিন্তু বিসিসিআইয়ের পক্ষ থেকে অন্য সিদ্ধান্ত নেওয়া আগেই হয়ে গিয়েছিল। 

৫. রোহিতের সঙ্গে আমার সম্পর্কটা ভালো সেটা আমি আগে থেকেই আপনাদের জানিয়ে আসছি। তারপরেও এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন। 

৬. দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের ম্যাচের সিরিজ খেলব। কে গুজব ছড়িয়েছে জানি না আমি খেলব না বলে। আমি খেলার জন্য আগ্রহী।