• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কেকেআরের জার্সি ক্রীড়ামন্ত্রীর হাতে

নিজস্ব প্রতিনিধি— আইপিএল ক্রিকেটে দামামা বাজতে শুরু করেছে৷ আগামী ২২ মার্চ থেকে আইপিএল ক্রিকেট শুরু হয়ে যাচ্ছে৷ কলকাতায় প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ মার্চ৷ এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স খেলবে বলে ইতিমধ্যেই শহরে চলে এসেছে অনেক ক্রিকেটাররা৷ অনুশীলনে মেতে উঠেছেন কেকেআর-এর ক্রিকেটাররা৷ কলকাতায় শ্রেয়স আইয়ার ও মিচেল স্টার্ক চলে আসার পরেই সবাই আরও বেশি উদ্দীপ্ত

নিজস্ব প্রতিনিধি— আইপিএল ক্রিকেটে দামামা বাজতে শুরু করেছে৷ আগামী ২২ মার্চ থেকে আইপিএল ক্রিকেট শুরু হয়ে যাচ্ছে৷ কলকাতায় প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ মার্চ৷ এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স খেলবে বলে ইতিমধ্যেই শহরে চলে এসেছে অনেক ক্রিকেটাররা৷ অনুশীলনে মেতে উঠেছেন কেকেআর-এর ক্রিকেটাররা৷ কলকাতায় শ্রেয়স আইয়ার ও মিচেল স্টার্ক চলে আসার পরেই সবাই আরও বেশি উদ্দীপ্ত হয়ে উঠেছেন৷ সবারই লক্ষ্য এবারে কেকেআর-কে চ্যাম্পিয়ন করতে হবে৷ সেইভাবেই তৈরি হচ্ছে দল৷

সোমবার সকালে জিম সেশনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন কেকেআরের খেলোয়াড়েরা, দুপুরে ঐচ্ছিক অনুশীলনে কয়েকজন ক্রিকেটার সময় কাটিয়েছেন৷ আর কেকেআর দলের সিইও ভেঙ্কি মাইসোর ও অর্দেশির জিজিরয় সেই সময় বিদু্যৎ উন্নয়ন ভবনে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করতে৷ নতুন মরশুমে নাইট রাইডার্সের জার্সিটি তুলে দেওয়া হয় ক্রীড়ামন্ত্রীর হাতে৷ ক্রীড়ামন্ত্রী কেকেআরের সাফল্য কামনা করেন৷