• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

নর্থ ইস্টের পাহাড়ি ফুটবলাররা ফাইনালে খেলবেন যুবভারতীতে

দুই প্রান্ত থেকে আক্রমণ গড়ে তুলে শিলং লাজংয়ের রক্ষণ ভাগকে ভয় দেখাতে থাকে

সবাইকে চমক দিয়ে ডুরান্ড কাপ ফুটবলে শেষ আটের ম্যাচে শিলং লাজং জয় পেয়েছিল ইস্টবেঙ্গলের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। তারপরেই শিলং-লাজং দলের ফুটবলাররাও আশা করেছিলেন, হয়তো তাঁরা ফাইনালে খেলার জন্য যুবভারতী ক্রীড়াঙ্গণে আসবেন। কিন্তু সেই স্বপ্ন ছাড়খাড় হয়ে গেল সোমবার। দুইপাহাড়ি দলের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল শিলং লাজং ও নর্থ-ইস্ট ইউনাইটেড। এই লড়াইয়ে জয়ের হাসি হাসল আইএসএল খেলা ক্লাব নর্থ-ইস্ট ইউনাইটেড। তারা ৩-০ গোলে হারিয়ে দিল শিলং লাজংকে।

এদিন প্রথম থেকেই আক্রমণে আগ্রাসী ভূমিকা নিয়ে নর্থ-ইস্ট ইউনাইটেডের ফুটবলাররা দাপট দেখাতে থাকে। দুই প্রান্ত থেকে আক্রমণ গড়ে তুলে শিলং লাজংয়ের রক্ষণ ভাগকে ভয় দেখাতে থাকে। খেলার ১৩ মিনিটের মাথায় বাঁ প্রান্ত থেকে চকিত আক্রমণ গড়ে তোলে নর্থ-ইস্ট দল। দলের দীনেশ দারুণ ক্রস বাড়ান থোই সিংয়ের উদ্দেশে। থই বলটি ধরা মাত্রই নিজের শরীরে বাঁক নিয়ে তা গোলের জালে জড়িয়ে দেন। নর্থ-ইস্টের দ্বিতীয় গোলটি আসে ৩৩ মিনিটের মাথায়। গোলটি করেন আজারাই। তিনি মাঝমাঠ থেকে বলটি পেয়েছিলেন নেস্তরের কাছ থেকে। প্রথম প্রচেষ্টায় বলটি বারে লেগে ফেরত আসে। তারপরেই আজারাই গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। ম্যাচের তৃতীয় গোলটি আসে খেলার শেষের দিকে। একক দক্ষতায় কার্তিক গোল করে জয়কে নিশ্চিত করে দেন।