• facebook
  • twitter
Friday, 27 December, 2024

বৃষ্টিতে ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম দিনের ম্যাচ ভেস্তে গেল

মেঘাচ্ছন্ন আকাশ। এই পরিস্থিতিতে ভারতীয় বোলারদের কাছে হতাশাই বাড়ছে। বলে সুইং হবে না, এটাও কিন্তু ভাবনার বিষয়। যেখানেই বল পড়ুক না কেন, বোলাররা সুবিধা আদায় করতে পারবে না।

ব্রিসবেনে বৃষ্টিতে বিপর্যস্ত স্টেডিয়াম।

বর্ডার-গাভাসকার ট্রফিতে তৃতীয় টেস্টে গাব্বা স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ভারত প্রথম দিনে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায়। কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিতে খেলা পণ্ড হয়ে যায়। মাত্র ৮০ বল খেলা হয়েছে। অর্থাৎ ১৩.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়া ২৮ রান স্কোরবোর্ডে তুলেছে। আগামী চারদিন এখানকার আবহাওয়া কীরকম থাকবে, তা নিয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। যদি ম্যাচটি ড্র হয়ে যায়, তাহলে ভারতের কাছে বিপদ ঘনীভূত হবে। ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের খেলায় অংশ নেওয়া কঠিন হয়ে যাবে। ভারতীয় দলে দু’টি পরিবর্তন হয়েছে। আকাশদীপ ও রবীন্দ্র জদেজা দলে এসেছেন। বাদ পড়েছেন হর্ষিত রানা ও রবিচন্দ্রন অশ্বিন। ভারত ও অস্ট্রেলিয়ার এই টেস্ট টান টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হবে, এমন ধারণাই সবাই করেছিল। কিন্তু প্রথম দিনের খেলায় মাত্র কয়েক ওভার বল হওয়ায় সমস্যা তৈরি হয়ে গেল ভারতের কাছে। প্রথম দিনের খেলা বাতিল হওয়ায় যে ওভারগুলি নষ্ট হয়েছে, তা কোনওভাবেই ফিরিয়ে আনা সম্ভব হবে না। দ্বিতীয় দিনে অর্থাৎ রবিবার ম্যাচ শুরু হবে নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে। সেই কারণেই দুই দলের কাছে এই খেলা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

আবহাওয়াবিদদের বলা হয়েছে, রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলেও সোমবার আবার বৃষ্টি হতে পারে। চতুর্থ দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। তাই ম্যাচ বিঘ্নিত হবে, তা বলা যেতেই পারে। প্রথম দিনের বৃষ্টিতে খেলা ভেস্তে যাওয়ায় দুই দলের শিবিরেই চিন্তা বাড়ছে। এখানে উল্লেখ করা যেতে পারে, চলতি সিরিজে ভারতীয় দল পরপর তিনবারই টসে জিতেছে। মেঘলা আবহাওয়ায় অ্যাডিলেডের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় শিবিরে ধস নেমে এসেছিল। তাই এবারে সেই ভুলটা করেননি অধিনায়ক রোহিত শর্মা। যদি পরবর্তী সময়ে সুইং ও গতিকে কাজে লাগিয়ে ভারতীয় দল বাজিমাত করতে পারে কিনা, সেটাও কিন্তু দেখার বিষয়। ভেজা পিচে ব্যাট করা কখনওই সুখকর হয় না। তাই দিনের শেষে উইকেট হারাতে না হওয়ায় প্রথম দিনেই ভালো জায়গায় রইল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করছেন উসমান খোয়াজা ও নাথান ম্যাকসুইনি। স্কোরবোর্ডে রয়েছে ২৮ রান। দ্বিতীয় দিনের সকালে যদি রোদের মুখ দেখা যায়, তাহলে ব্যাটসম্যানদের কাছে সুখকর খবর হতে পারে। তাদের ব্যাট থেকে রান আসার সম্ভাবনা রয়েছে।

মেঘাচ্ছন্ন আকাশ। এই পরিস্থিতিতে ভারতীয় বোলারদের কাছে হতাশাই বাড়ছে। বলে সুইং হবে না, এটাও কিন্তু ভাবনার বিষয়। যেখানেই বল পড়ুক না কেন, বোলাররা সুবিধা আদায় করতে পারবে না। এদিকে জানা গিয়েছে, প্রথম দিনের খেলার শুরুতেই ভেস্তে যাওয়ায় দর্শকরা উত্তেজিত হয়ে পড়েছিলেন। স্বাভাবিকভাবেই প্রত্যেকেই মাঠে ছুটে এসেছিলেন ভারত ও অস্ট্রেলিয়ার উত্তেজনাময় খেলা দেখার জন্য। কিন্তু বৃষ্টিতে সেই খেলা অল্প সময়ের মধ্যে বন্ধ হওয়ায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল সিদ্ধান্ত নিয়েছে প্রথম দিনের টিকিটের দাম ফেরত দিয়ে দেওয়া হবে। এখানে প্রত্যেকেই সিঙ্গল টিকিটের দর্শক। তাই টিকিটের টাকা ফেরত দিতে কোনও সমস্যা হবে না। তাই খেলা পুরোপুরি যদি বন্ধ হয়ে যায়, তাহলে টাকা রিফান্ডের জন্য আবেদন করতে লাগে না। টিকিটের দামের টাকা সরাসরি দর্শকদের অ্যাকাউন্টে চলে যায়। তবে বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে দর্শকদের আবেদন করতে হয়।

আবার এদিকে অ্যাডিলেডের পরে চলতি টেস্ট ম্যাচের প্রথম দিনে মহম্মদ সিরাজের উদ্দেশে গ্যালারি থেকে নানারকম কটূক্তি শুনতে পাওয়া যায়। দ্বিতীয় টেস্টে মহম্মদ সিরাজ ও ট্রাভিস হেডের মধ্যে কথা কাটাকাটি এবং অভব্য আচরণ ক্রিকেটকে লজ্জা দিয়েছে। শতরানকারি হেডকে আউট করে বেশ আগ্রাসী মেজাজে সিরাজ ধেয়ে গিয়েছিলেন। এমনকি মেজাজ হারিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তাই দর্শকরা কটাক্ষ করে সিরাজের মনোসংযোগ নষ্ট করার একটা কৌশল তৈরি করেছে। নতুন বলে সিরাজ সেইভাবে বল করতে গিয়ে ধাক্কা পান। ইতিমধ্যেই সিরাজকে জরিমনা করা হয়েছে। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবারে অত্যন্ত সতর্ক রয়েছেন ভারতীয় দলের খেলোয়াড়রা।