• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ব্যর্থ বিরাট

ব্যর্থ বিরাট ব্যর্থতা কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না বিরাট কোহলি। এখনও তিনি নিজের সেরা ফর্মের মধ্যে ফিরে আসতে পারছেন না তা একটু চিন্তার বিষয়।

Practice match: India lead Leicestershire by 366 runs at stumps on Day 3.

ব্যর্থতা কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না বিরাট কোহলি। এখনও তিনি নিজের সেরা ফর্মের মধ্যে ফিরে আসতে পারছেন না। আবারও ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ব্যর্থতার খাতায় নাম লেখালেন তিনি।

অখ্যাত পেস বোলার পটসের বল ঠিকঠাক বুঝতে না পেরে সেই বল ছাড়তে গিয়ে ক্লিন বোল্ড হয়ে গেলেন। তাঁর ব্যাট থেকে এল মাত্র এগারো রান। আইপিএল থেকে টেস্ট রানের খরা কাটল না বিরাটের ব্যাট থেকে।

পাশাপাশি শচীন ও গাভাসকারকে স্পর্শ করতে পারলেন না বিরাট। এখন এই দু’জনকে স্পর্শ করতে তাঁর প্রয়োজন ঊনত্রিশ রানের।

চলতি টেস্টে দ্বিতীয় ইনিংসে ঊনত্রিশ রান করলেই ইংল্যান্ডের বিরুদ্ধে দু’হাজার রান করে ফেলবেন বিরাট কোহলি। এর আগে শচীন ও গাভাসকার এই কাজ করেছেন।