• facebook
  • twitter
Monday, 16 September, 2024

ভারতীয় ক্রিকেটের গম্ভীর যুগ শুরু

নিজস্ব প্রতিনিধি, দিল্লি: ভারতীয় ক্রিকেটে কৌচ গৌতম গম্ভীরের যুগ শুরু হল৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সূর্যকুমার যাদবের দল মুখোমুখি হল৷ খেলায় প্রথমে ভারতীয় দল ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করে৷ অধিনায়ক সূর্যকুমার অর্ধ শতরান করার কৃতিত্ব দেখান৷ তাঁর ব্যাট থেকে এসেছে ৫৮ রান৷ উইকেটরক্ষক ঋষভ পন্থ ১ রানের জন্য ৫০

নিজস্ব প্রতিনিধি, দিল্লি: ভারতীয় ক্রিকেটে কৌচ গৌতম গম্ভীরের যুগ শুরু হল৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সূর্যকুমার যাদবের দল মুখোমুখি হল৷ খেলায় প্রথমে ভারতীয় দল ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করে৷ অধিনায়ক সূর্যকুমার অর্ধ শতরান করার কৃতিত্ব দেখান৷ তাঁর ব্যাট থেকে এসেছে ৫৮ রান৷ উইকেটরক্ষক ঋষভ পন্থ ১ রানের জন্য ৫০ রান পেলেন না৷ ৪৯ রান করেই প্যাভিলিয়নে ফেরত যেতে হয় তাঁকে৷

ওপেনার যশস্বী জয়সওয়াল ৪০ রান করেন৷ শুভমন গিল ৩৪ রানেই আউট হয়ে যান৷ রিঙ্কু সিং রান পাননি৷ তিনি মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরত যান৷ হার্দিক পাণ্ডিয়া ৯ রান করে প্যাভিলিয়নের দিকে পা বাড়ান৷ ৭ রান করেছেন রিয়ান পরাগ৷ অক্ষর প্যাটেল ১০ রানে ও আরশদীপ সিং ১ রানে নটআউট থাকেন৷

শ্রীলঙ্কার মাথিশা পাখিরা ৪ ওভার বল করে ৪০ রানের বিনিময়ে ৪টি উইকেট পান৷ শ্রীলঙ্কা ২১৪ রানের টার্গেট নিয়ে খেলতে নামে৷ শেষ পাওয়া পর্যন্ত ২.২ ওভারে বিনা উইকেটে শ্রীলঙ্কা ২২ রান করেছে৷