• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

ইডেনের পিচ নিয়ে বিতর্ক চলছেই

এক ম্যাচে যদি প্রায় ৪৭০ রান হতে পারে, তাহলে এই উইকেট নিয়ে কিসের এত বিতর্ক। এখানকার সুজন মুখার্জি একজন দক্ষ এবং অভিজ্ঞ কিউরেটর।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইডেন উদ্যানে পিচ নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। ইডেন উইকেটে খেলা হওয়ার পরেই তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। গত মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের খেলার শেষে শোনা গেল পিচ বিতর্কের কথা।

বিশেষ করে নাইটরাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে স্পষ্ট জানিয়েছেন, যেভাবে উইকেট তৈরিক হচ্ছে, সেখানে ব্যাটসম্যানরা যেমন সুবিধা আদায় করতে পারছেন না, ঠিক সেইভাবেই স্পিন বোলাররাও উইকেট পাওয়ার ক্ষেত্রে নিজেদের প্রকাশ করতে ব্যর্থ হচ্ছেন। এই বিতর্কের কথা সিএবি’র সভাপতি স্নেহাশিস গাঙ্গুলির কাছ পৌঁছলে, তিনি বলেন, ইডেনের উইকেট অসাধারণ।

এক ম্যাচে যদি প্রায় ৪৭০ রান হতে পারে, তাহলে এই উইকেট নিয়ে কিসের এত বিতর্ক। এখানকার সুজন মুখার্জি একজন দক্ষ এবং অভিজ্ঞ কিউরেটর। কলকাতা দলের অধিনায়ক রাহানে কী বলেছেন, তা আমার জানা নেই। আমি যদি একান্তভাবে জানতে পারতাম, তা নিয়ে নিশ্চয়ই কথা বলতাম। এই পিচে তো সবাই খেলছে। কেউ তো বিরক্ত প্রকাশ করেননি। এমনকি গত বছর একই পিচে খেলা হয়েছে। তাহলে নতুন করে বিতর্ক ওঠার কোনও প্রশ্নই ওঠে না। মানুষই বিচার করবেন উইকেট কেমন হয়েছে। সিএবি’র সভাপতি পিচ নিয়ে যতই মন্তব্য করুন না কেন, কিন্তু বিতর্ক থামছে না।