• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

ইডেনের উইকেট নিয়ে বিতর্ক চলছে তো চলছেই

ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএলের গভর্নিং কাউন্সিলকে চিঠি দিয়ে অভিযোগ করেছে তারা। হায়দরাবাদ জানিয়েছে, দ্রুত সমস্যার সমাধান না হলে ঘরের মাঠ বদলে ফেলবে তারা।

নিজস্ব চিত্র

আইপিএল ক্রিকেটে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইডেন উদ্যানে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে কেকেআর’কে হারতে হয়েছে বেঙ্গালুরুর কাছে। তারপরেই ইডেনের উইকেট নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। সমালোচকরা বলেন, উইকেট তৈরি করা হয়েছে ব্যাটসম্যানদের জন্য। ঘরের মাঠে খেলতে নেমে কলকাতা দল কোনও বাড়তি সুবিধা পেল না, এটা অবশ্যই সমস্যা হয়ে দাঁড়াবে। তাই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে বলেছেন, ভাবা হয়েছিল উইকেট সহায়ক হবে স্পিনারদের জন্য। কিন্তু সেখানেও প্রশ্ন থেকে গেল। এইভাবে উইকেট তৈরি হলে বোলারদের অবশ্যই অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই এবারে ইডেনের পিচ কিউরেটর সুজ মুখোপাধ্যায়কে এই প্রশ্ন তুলে বিতর্কে জড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি কয়েকজন প্রাক্তন ক্রিকেটার কলকাতা দলকে পরামর্শ দিয়ে বলেছেন, ইডেন থেকে তাঁদের ম্যাচ সরিয়ে নেওয়া উচিত। তারই মধ্যে অন্য একটি দল তাদের ঘরের মাঠ ছেড়ে চলে যেতে বলেছে। এই মাঠছাড়া নিয়ে শুধু বিতর্ক নয়, তদন্ত শুরু করা হয়েছে।

অন্যদিকে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সঙ্গে বিবাদ চলছে সানরাইজার্স হায়দরাবাদের। তাদের অভিযোগ, প্রতিটি ঘরের ম্যাচের জন্য রাজ্য ক্রিকেট সংস্থাকে বিনামূল্যে অনেক টিকিট দেওয়া হয়। কিন্তু তার পরেও হায়দরাবাদ ক্রিকেট সংস্থা আরও টিকিট চাইছে। তাদের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেছে হায়দরাবাদ। ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএলের গভর্নিং কাউন্সিলকে চিঠি দিয়ে অভিযোগ করেছে তারা। হায়দরাবাদ জানিয়েছে, দ্রুত সমস্যার সমাধান না হলে ঘরের মাঠ বদলে ফেলবে তারা। অন্য কোনও রাজ্যে গিয়ে খেলার ব্যবস্থা করবে হায়দরাবাদ।

অভিযোগপত্রে সানরাইজার্স হায়দরাবাদের জেনারেল ম্যানেজার শ্রীনাথ টিবি লিখেছেন, ‘হায়দরাবাদ ক্রিকেট সংস্থা, বিশেষ করে সংস্থার সভাপতি যে অপেশাদার মনোভাব দেখাচ্ছেন ও হুমকি দিচ্ছেন তা দেখে মনে হচ্ছে ওরা চায় না আমরা এই মাঠে খেলি। যদি সেটাই হয় তা হলে দয়া করে লিখিত আকারে আমাদের তা জানানো হোক। তা হলে ভারতীয় ক্রিকেট বোর্ড, তেলঙ্গনা সরকার ও আমাদের ম্যানেজমেন্টকে জানিয়ে ঘরের মাঠ বদল করার কথা ভাবা হবে।’

ভারতীয় ক্রিকেট বোর্ড সব কথা জানিয়েছে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে। তা শুনে নড়েচড়ে বসেছে প্রশাসন। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও সানরাইজার্স হায়দরাবাদের করা অভিযোগ উড়িয়ে দিয়েছেন হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি জগন্মোহন রাও। তিনি জানিয়েছেন, বিনামূল্যে টিকিট দেওয়ার কোনও দাবি সানরাইজার্স হায়দরাবাদের কাছে করা হয়নি। এখানে উল্লেখ করা যেতে পারে, কলকাতা দল যেভাবে গঠন করা হয়েছিল, তাতে সবাই ভেবেই নিয়েছিলেন গতবারের খেতাব জয়ী এবরেও ভালো জায়গায় পৌঁছে যাবে। এমনকি চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে প্রধান দাবিদার হবে তারা। কিন্তু এই মুহূর্তে তিনটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে।

তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে কলকাতা। তারা হারিয়েছে গুয়াহাটিতে হায়দরাবাদ সানরাইজার্সকে। আর গত সোমবার কলকাতা পুরোপুরি ব্যর্থ হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে লড়াই করতে। হারতে হয়েছে আট উইকেটে। এই মুহূর্তে লিগ টেবলে একেবারে তলানিতে রয়েছে কলকাতা দল।