নিজস্ব প্রতিনিধি: ব্রাজিল জাতীয় দলে চোটের তালিকায় আর একটা সংখ্যা বাড়ল৷ এবার সেই তালিকায় ঢুকে পড়লেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার কাসেমিরো৷ তাই সামনে ইংল্যান্ড ও স্পেনের বিরুদ্ধে যে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল তাতে কাসেমিরোকে খেলতে দেখা যাবে না৷ তাঁর বদলে দলে ডাকা হয়েছে পোর্তোর উইঙ্গার পেপেকে৷ চোটের তালিকায় দুই গোলকিপার এডেরসন ও আলিসন ছিলেন৷ এছাড়া রয়েছেন আর্সেনালের স্ট্রাইকার গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, পিএসজি ডিফেন্ডার মার্কিনিওস৷
কাসেমিরোর ছিটকে যাওয়া নিয়ে ব্রাজিল জাতীয় দলের কোচ ডরিভাল জানিয়েছেন, “ব্রাজিল জাতীয় দলের টেকনিক্যাল কমিটি ৫০জনের তালিকা তৈরি করেছেন৷ তারমধ্যে ১৩জন ইতিমধ্যে চোট পাওয়ায় দলে নেই৷ এবার সেই তালিকায় ঢুকে পড়ল কাসেমিরো৷ তাই পেপেকে ডেকে নেওয়া হয়েছে৷ ”
২৭ বছরের পেপের প্লাস পয়েন্ট হল, একাধিক জায়গায় খেলতে পারেন৷ তাছাড়া ব্রাজিল জাতীয় দলের হয়ে গতবছর অভিষেক ঘটে গিয়েছে৷ সুতরাং একদম অনভিজ্ঞ বলা যাবে না৷ পেপেকে নিয়ে তিনজন পোর্তো থেকে ব্রাজিল দলে ডাক পেলেন৷ ওয়েম্বলিতে ২৩ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল৷ স্পেনের সঙ্গে খেলা তিন দিন বাদে ২৬ মার্চ৷ খেলা হবে সান্তিয়াগো বার্নাবু্যতে৷