• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

চোখের জল মুছে হায়দরাবাদ সাজঘরে পেপটক কাব্য মারানের

চেন্নাই– আইপিএলের ফাইনালে একতরফা লড়াইয়ে হায়দরাবাদকে হারিয়েছে নাইট রাইডার্স৷ ম্যাচ শেষে যখন আনন্দে ফেটে পড়েছেন শাহরুখ খান, তখন সানরাইজার্সের মালকিন কাব্য মারানের চোখে জল৷ পরে অবশ্য তিনিই ড্রেসিংরুমে গিয়ে উজ্জীবিত করলেন অরেঞ্জ বাহিনীকে৷ লিগ পর্যায়ে প্রথম স্থানে ছিল কেকেআর ৷ দ্বিতীয় স্থানে ছিল হায়দরাবাদ৷ যদিও দুই লিগ টপারের মধ্যে ফাইনালের লড়াই হাড্ডাহাড্ডি হয়নি৷ প্যাট কামিন্সের

চেন্নাই– আইপিএলের ফাইনালে একতরফা লড়াইয়ে হায়দরাবাদকে হারিয়েছে নাইট রাইডার্স৷ ম্যাচ শেষে যখন আনন্দে ফেটে পড়েছেন শাহরুখ খান, তখন সানরাইজার্সের মালকিন কাব্য মারানের চোখে জল৷ পরে অবশ্য তিনিই ড্রেসিংরুমে গিয়ে উজ্জীবিত করলেন অরেঞ্জ বাহিনীকে৷ লিগ পর্যায়ে প্রথম স্থানে ছিল কেকেআর ৷ দ্বিতীয় স্থানে ছিল হায়দরাবাদ৷ যদিও দুই লিগ টপারের মধ্যে ফাইনালের লড়াই হাড্ডাহাড্ডি হয়নি৷ প্যাট কামিন্সের দল উড়ে গিয়েছে শ্রেয়সদের সামনে৷ কিন্ত্ত গোটা লিগ জুড়েই দুরন্ত পারফরম্যান্স করেছেন ট্রেভিস হেডরা৷ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে দুবার৷ গত বছর দশম স্থানে ছিল তারা৷ সেখান থেকে দুরন্ত প্রত্যাবর্তন করে সোজা ফাইনাল৷

ড্রেসিংরুমে কাব্যর বক্তব্যে সেই ইতিবাচক দিকগুলিই উঠে এল৷ তিনি বলেন, “তোমরা সবাই আমাদের গর্বিত করেছ৷ তোমরা টি-২০ ক্রিকেটের ধারণা বদলে দিয়েছ৷ আজকের দিনটা আমাদের ছিল না৷ কিন্ত্ত তোমরা ব্যাটে-বলে সেরাটা দিয়েছ, তার জন্য সকলকে ধন্যবাদ৷” কথাগুলো বলার সময় কাব্যর গলা ভারী হয়ে আসছিল৷ সদ্য ম্যাচ হারার যন্ত্রণা তখনও ভুলতে পারেননি তিনি৷

কাব্যর বক্তব্যের সময় মাথা নীচু করে দাঁড়িয়েছিলেন হায়দরাবাদের প্লেয়াররা৷ পাশে ছিলেন প্যাট কামিন্সও৷ যা দেখে কাব্য বলেন, “কেকেআর জিতেছে ঠিকই, তবে সবাই আমাদের কথাই বলছে৷ এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থেকো না৷ আমরা ফাইনাল পর্যন্ত উঠেছি৷ বাকিরা আজ আমাদের দেখেছে৷ তোমাদের জন্য গর্বিত৷ সেটুকু বলতেই আসা৷”