• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

দলের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে, বার্তা গম্ভীরের

মুম্বই:  ছাত্রদের বিশেষ বার্তা দিলেন ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর। প্রথমত, ক্রিকেটারদের দলের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দ্বিতীয়ত, যে কোনও ক্রিকেটার তিন ধরনের ক্রিকেটই খেলতে পারেন, যদি ফিটনেস বজায় রাখতে পারেন ক্রিকেটাররা। প্রসঙ্গত সবে তো গৌতম গম্ভীর কোচের দায়িত্ব নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের৷ আগামী শ্রীলঙ্কা সিরিজ় থেকে দায়িত্ব নেবেন তিনি। সাধারণত কোচের

Kolkata: Former cricketer Gautam Gambhir speaks during the event 'Rise to Leadership with Gautam Gambhir', in Kolkata, Friday, June 21, 2024. (PTI Photo) (PTI06_21_2024_000505B)

মুম্বই:  ছাত্রদের বিশেষ বার্তা দিলেন ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর। প্রথমত, ক্রিকেটারদের দলের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দ্বিতীয়ত, যে কোনও ক্রিকেটার তিন ধরনের ক্রিকেটই খেলতে পারেন, যদি ফিটনেস বজায় রাখতে পারেন ক্রিকেটাররা।

প্রসঙ্গত সবে তো গৌতম গম্ভীর কোচের দায়িত্ব নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের৷ আগামী শ্রীলঙ্কা সিরিজ় থেকে দায়িত্ব নেবেন তিনি। সাধারণত কোচের পছন্দমতো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচকে নির্বাচন করা হয়৷ গৌত গম্ভীর ফিল্ডিং কোচ হিসেবে তাঁর পছন্দের নাম প্রস্তাব করেছিলেন৷ কিন্ত্ত বোর্ড সেই অনুরোধ প্রত্যাখ্যান করে দিয়েছে৷ শোনা যাচ্ছে সহকারী কোচ বেছে নেওয়ার ক্ষেত্রে গম্ভীরকে কিছু শর্ত দেওয়া হয়েছে৷ যার ফলে কাজের শুরুতেই তিনি ধাক্কা খেলেন৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে কোচের দায়িত্ব ছেড়ে দেন রাহুল দ্রাবিড়৷ তাঁর জায়গায় নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর৷

কিন্ত্ত এখনও সহকারী কোচ কারা হবেন, তার সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ গম্ভীর ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডসের নাম প্রস্তাব করেছেন৷ কিন্ত্ত সেই প্রস্তাব মেনে নিতে চাননি বোর্ডের কর্মকর্তারা৷ দ্রাবিড় কোচ থাকাকালীন ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠৌড়৷ আর বোলিং কোচ ছিলেন পরশ মামরে এবং ফিল্ডিং কোচ হিসেবে দেখা গিয়েছে টি দিলীপকে৷ এই তিন সহকারী কোচের মেয়াদ শেষ হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই৷ দ্রাবিড়ের মতো গম্ভীরেরও সব সহকারী কোচ করার পছন্দের ভারতীয়দের৷ সেক্ষেত্রে জন্টি রোডসের নাম বিবেচনার মধ্যে রাখা হচ্ছে না৷ বোর্ডের সচিব জয় শাহ প্রথম থেকেই বলতে শুরু করেছিলেন, ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে স্বদেশীদের দায়িত্ব দেওয়া উচিত৷ সেই মতো গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে৷

গৌতম গম্ভীর একটি দলের দায়িত্ব নিয়েছেন, সেই দল অল্প কিছুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে৷ ফলে গম্ভীরের কাজটা এখন কঠিন হয়ে গিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ ভারতীয় ক্রিকেট দলের সাফল্যকে ধরে রাখার জন্য গম্ভীরকে সবরকম চেষ্টা করতে হবে৷ তাঁকে ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে৷ সামনেই রয়েছে শ্রীলঙ্কা সফর৷ তার পরের বছরই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে ভারতীয় দল৷ তাঁর এই চুক্তির মধ্যে ভারতীয় দল আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ পেয়ে যাবে৷ তারপরে ২০২৭ সালে রয়েছে একদিনের বিশ্বকাপ৷ এছাড়াও পরের বছরেও থাকছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল৷ স্বাভাবিকভাবে গৌতম গম্ভীর এই আন্তর্জাতিক ম্যাচগুলিতে সাফল্য পাওয়ার জন্য সবরকম চেষ্টা করবেন৷ আবার ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ প্রথমেই খেলোয়াড়দের কাছে বিশেষ বার্তা দিয়েছেন৷ তিনি বলেছেন, দলের স্বার্থকেই সবার আগে দেখতে হবে৷ প্রত্যেককে ফিটনেস বজায় রাখতে হবে৷ তাহলেই যে কোনও ক্রিকেটার তিন ধরনের ক্রিকেটই খেলতে পারবেন৷

তিনি আরও বলেন, এটা ঠিক খেলোয়াড়দের কাছে চোট একটা অংশ৷ কেউ তিন ধরনের ক্রিকেট খেলে চোট পেতেই পারেন৷ আবার সেই চোট থেকে নিজেকে কীভাবে মুক্তি পেতে হবে, সেটাও জেনে রাখা দরকার৷ কাউকেই নির্দিষ্ট কোনও ধরনের ক্রিকেটের প্রতি চিহ্নিত করতে রাজি নই৷ অনেকে হয়তো বলবেন, আমি টেস্ট খেলব৷ আবার কেউ বলবেন সীমিত ওভারের ক্রিকেট নিয়ে থাকতে চাই৷ এই ব্যাপারটা আমি ভালো চোখে নিচ্ছি না৷ একজন ক্রিকেটার যখন দেশের হয়ে খেলবেন, তখন তাঁর লক্ষ্য থাকবে কত বেশি খেলা সম্ভব হতে পারে৷ কেউ ভালো ফর্মে থাকলে তিন ধরনের ক্রিকেট খেলতে অসুবিধে কোথায়? এটা মনে রাখতে হবে, ক্রিকেট দলগত খেলা৷ জীবনে কিছু নীতি থাকা দরকার আছে মূল্যবোধ নিয়ে বাঁচা উচিত৷ আর এটা মনে রাখতে হবে, যে খেলাটা খেলছি সেটা দলের প্রয়োজনে খেলছি৷ দলই শেষ কথা৷