করােনার জন্য চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল করা হয়েছে। এবং বাতিল হয়ে গিয়েছে এশিয়া কাপও। তবে আগামি বছর ভারতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে এমন কথাই ঘােষণা করলেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়ােজনের দায়িত্ব পাওয়া খুব সম্মানের।
সৌরভ বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়ােজন দায়িত্ব পাওয়া সম্মানের। ভারত একাধিক বড় প্রতিযােগিতা আয়ােজন করেছে। আমি বিশ্বাস করি সারা বিশ্বের ক্রিকেটাররা মুখিয়ে থাকবে এমন ক্রিকেটপ্রেমী দেশে খেলতে আসার জন্য। বিশ্বকাপের জন্য এখন সময় বাকি থাকলেও, বিসিসিআই ও আইসিসি’র কর্তারা একসঙ্গে ষােলােজনের দলের এই কথা জানান।
এখন তারা যেহেতু দুবাইতে রয়েছেন সেখানেই বিশ্বকাপ আয়ােজনের ব্যাপারটি নিয়ে এক প্রস্থ আলােচনা হয়ে গিয়েছে। আগামিদিনে করােনা কতটা নিম্মমুখী নাকি ঊর্ধ্বমুখী হয় সেটার দিকেও নজর রাখবে প্রত্যেকে।