• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সৈয়দ মুস্তাক আলি ক্রিকেটে বাংলার অধিনায়ক সুদীপ

বাংলার বেশ কয়েকজন ক্রিকেটার ভারতীয় দলে খেলবার জন্য বিদেশে রয়েছেন। স্বাভাবিক ভাবেই বাংলা দল গঠনে বিশেষ চিন্তার মধ্যে পড়েছিলেন নির্বাচকরা। তখন কোচ লক্ষ্মীরতন শুক্লা সবাইকে উৎসাহ দিয়ে বলেছেন, লড়াইটা আমাদের প্রতিপক্ষ দলের বিরুদ্ধে।

সুদীপ কুমার ঘরামী। ফাইল চিত্র

সৈয়দ মুস্তাক আলি ক্রিকেটে বাংলাকে নেতৃত্ব দেবেন সুদীপ কুমার ঘরামী। অবশ্য বাংলা দলের হয়ে খেলবেন ভারতের অন্যমত সেরা পেসার মহম্মদ শামি। মহম্মদ শামি বাংলা দলে আসাতে পুরো চেহারাটাই বদলে গিয়েছে। রঞ্জি ট্রফি ক্রিকেট মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে প্রথম ম্যাচে খেলতে নেমে আঘটন ঘটিয়ে দিয়েছেন মহম্মদ শামি। তিনি ৭টি উইকেট দখল করে বাংলার জয়কে নিশ্চিত করেন। শামির অনুপ্রেরণায় বাংলা দল এখন টগবগ করে ফুটছে। আগামী শনিবার বাংলা দল প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাঞ্জাবের বিরুদ্ধে।

বাংলার বেশ কয়েকজন ক্রিকেটার ভারতীয় দলে খেলবার জন্য বিদেশে রয়েছেন। স্বাভাবিক ভাবেই বাংলা দল গঠনে বিশেষ চিন্তার মধ্যে পড়েছিলেন নির্বাচকরা। তখন কোচ লক্ষ্মীরতন শুক্লা সবাইকে উৎসাহ দিয়ে বলেছেন, লড়াইটা আমাদের প্রতিপক্ষ দলের বিরুদ্ধে। আর যখন মাঠে নামা হয় তখন একটাই লক্ষ থাকবে জয় তুলে আনা। তারপরে তিনি আর জানিয়েছেন, যখন মহম্মদ শামির মতো বোলারকে পাওয়া গিয়েছে তখন ভয়ের কোনও কারণ নেই। রঞ্জি ট্রফি ক্রিকেটে প্রথম ম্যাচেই মহম্মদ শামি যে ভাবে বল করে প্রতিপক্ষ দলকে চাপের মধ্যে রেখে দিয়েছিলেন তা ভাবা যায় না। এক কথায় বলা যায় মধ্যপ্রদেশের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাংলার যে জয় এসেছে তা অভাবনীয়। এই জয়ের জন্য অবশ্যই কৃতিত্ব দিতে হবে মহম্মদ শামিকে।

বাংলা দল—সুদীপ কুমার ঘরামী (অধিনায়ক), মহম্মদ শামি, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), সুদীপ চ্যাটার্জি, শাহবাজ আহমেদ, করণলাল, ঋত্বিক চ্যাটার্জি, ঋত্বিক রায়চৌধুরী, শাকির হাবিব গান্ধি (উইকেটরক্ষক), রঞ্জত সিং খাইরা, প্রয়াস রায় বর্মন, অগ্নিভ পান (উইকেটরক্ষক), প্রদীপ্ত প্রামাণিক, সাকশ্যাম চৌধুরী, ইশান পোড়েল, মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ, কণিষ্ক শেঠ ও সৌমদীপ মণ্ডল।