• facebook
  • twitter
Wednesday, 15 January, 2025

টি-টোয়েন্টিতে নতুন রূপে দেখতে পাওয়া যাবে সূর্যকুমারকে

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত শর্মা। তার পরে টি-টোয়েন্টি ক্রিকেটে পাকাপাকি ভাবে অধিনায়ক করা হয় সূর্যকুমার যাদবকে।

সূর্যকুমার যাদব। ছবি: এএনআই।

টেস্ট ক্রিকেটে সূর্যকুমার যাদব যেভাবে নজর কেড়ে নিয়েছেন, তাতে অনেকেই ভাবতে শুরু করেছেন আগামী দিনে তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হতে চলেছেন। ইতিমধ্যেই তিনি জুনিয়র ভারতীয় দলের অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছেন। আবার টি-টোয়েন্টি ক্রিকেটেও তাঁর অবদান নিয়ে অনেক আলোচনাও হয়েছে। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেট দলে ব্যাটসম্যানদের ব্যর্থতায় অনেকেই হতাশ হয়েছেন। আর কয়েকদিন বাদেই ভারতের সঙ্গে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হতে চলেছে। তার আগেই তিনি নতুন ভাবে মাঠ নামতে চাইছেন। শুধু খেলায় নয়, নতুন রূপে নিজেকে প্রকাশ করতে চলেছেন দর্শকদের কাছে। ইতিমধ্যেই সূর্যকুমার যাদব চুলের ছাঁট বদলে দিয়েছেন। সেই কারণেই নতুন ভাবে ও নতুন রূপে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে মাঠে দেখা যাবে।

জানা গেছে, মুম্বইয়ের খার এলাকায় খ্যাতনামী কেশসজ্জাশিল্পী হাকিম আলিমের কাছে গিয়েছিলেন সূর্যকুমার। সেখানেই তাঁর চুলের ছাঁটে বদল করা হয়। হাকিমের পার্লারের বাইরে তাঁর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন সূর্য। পরে নিজের বাড়ির বাইরেও হাসিমুখে ছবি তুলতে দেখা যায় ভারতের টি-টোয়েন্টি অধিনায়ককে।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত শর্মা। তার পরে টি-টোয়েন্টি ক্রিকেটে পাকাপাকি ভাবে অধিনায়ক করা হয় সূর্যকুমার যাদবকে। অধিনায়ক হিসাবে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন সূর্য, জিতেছেন ১১টি। হেরেছেন দু’টি। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ় জিতেছে ভারত। ছোট ফরম্যাটে ব্যাটসম্যান হিসাবেও সূর্যের ভূমিকা রয়েছে। অনেক সময় একা

সূর্য দায়িত্ব নিয়ে খেলার চেহারা দিয়েছেন। এবারেও কি সেই ছবি দেখতে পাওয়া যাবে?

তবে বিজয় হজারে ট্রফিতে খুব একটা ভাল ফর্মে নেই সূর্য। পাঁচটি ম্যাচে মাত্র ৩৮ রান করেছেন তিনি। ফলে দেশের জার্সিতে আবার ফর্মে ফিরতে চাইবেন সূর্য। কারণ, ২১ মার্চ থেকে শুরু আইপিএল। তার আগে নিজের ব্যাটিং ঝালিয়ে নিতে চাইবেন ভারত অধিনায়ক। ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলেও থাকতে পারেন তিনি এমন ধারণা তৈরি হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে। ২৫ জানুয়ারি চেন্নাই, ২৮ জানুয়ারি রাজকোট, ৩১ জানুয়ারি পুণে ও ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে খেলা।