মুম্বই– আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রমাণ করেও টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাননি রিঙ্কু সিংহ৷ হতাশ কেকেআর ব্যাটার আইপিএলের ম্যাচ খেলতে মুম্বই গিয়ে সরাসরি চলে যান রোহিত শর্মার কাছে৷ ভারতীয় দলের অধিনায়কের সঙ্গে কথা বলেও হতাশা কাটেনি রিঙ্কুর৷ শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স-কলকাতা নাইট রাইডার্স ম্যাচের পর তাঁকে চাঙ্গা করার চেষ্টা করেন সূর্যকুমার যাদব৷ বিশ্বকাপের দল ঘোষণা হওয়ার পর থেকেই মনখারাপ রিঙ্কুর৷ বেশ চুপচাপ হয়ে গিয়েছেন৷ কেন সুযোগ পেলেন না, তা বোঝার চেষ্টা করছেন৷ কোথায় খামতি রয়েছে তা জানার চেষ্টা করছেন৷ আইপিএলের ম্যাচ খেললেও রিঙ্কুর মুখের পরিচিত হাসি দেখতে পাচ্ছেন না কেউই৷ বিষয়টি নজর এড়ায়নি মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমারের৷ আইপিএলে প্রতিপক্ষ হলেও শুক্রবার খেলা শেষ হওয়ার তিনি নিজেই এগিয়ে যান জাতীয় দলের জুনিয়র সতীর্থের কাছে৷ রিঙ্কুকে মানসিক ভাবে চাঙ্গা করার চেষ্টা করেন কথা বলে৷ ম্যাচ শেষ হওয়ার পর পর একধারে শ্রীকর ভরতের সঙ্গে দাঁডি়য়েছিলেন রিঙ্কু৷ কেকেআর ব্যাটারকে কিছু পরামর্শ দেন সূর্যকুমার৷ হতাশ না হয়ে ভাল খেলার কথা বলেন৷ রিঙ্কুও মন দিয়ে শোনেন মুম্বইয়ের ব্যাটারের কথা৷ সূর্যকে শ্রেয়স আয়ার, বেঙ্কটেশ আয়ারদের সঙ্গেও হালকা মেজাজে কথা বলতে দেখা গিয়েছে৷ সূর্যকুমারের কথা বলার ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ৷
শুক্রবারের ম্যাচে রান পাননি রিঙ্কু৷ সে জন্যও হয়তো একটু চুপচাপ ছিলেন ম্যাচের পর৷ ওয়াংখেডে়র ২২ গজে প্রথমে ব্যাট করে কেকেআর করেছিল ১৬৯ রান৷ জবাবে মুম্বইয়ের ইনিংস শেষ হয় ১৪৫ রানে৷ মুম্বইয়ের মাটিতে ১২ বছর পর জয় পেয়েছে কেকেআর৷