• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

সুপারম্যান বিরাট

দিল্লি- প্রাক্তন অলরাউন্ডার মাহিন্দার অমরনাথ পরিষ্কার জানিয়ে দিলেন, ‘ভারতীয় দলের সুপারম্যান হচ্ছেন বিরাট কোহলি। ভারতিয় অধিনায়কের নেতৃত্বে একদিনের ম্যাচের সিরিজে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গায় উঠে আসার ক্ষেত্রে ভারতীয় দল মাত্র একধাপ পিছিয়ে রয়েছে। পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের থেকেও বড় কথা হল সিরিজ জয়। যদি এই সিরিজটা ভারত জয় করতে পারে তাহলে বিরাটরা প্রোটিয়াসদের মাটিতে ইতিহাস রচনা করবে’।

সুপারম্যান বিরাট

দিল্লি- প্রাক্তন অলরাউন্ডার মাহিন্দার অমরনাথ পরিষ্কার জানিয়ে দিলেন, ‘ভারতীয় দলের সুপারম্যান হচ্ছেন বিরাট কোহলি। ভারতিয় অধিনায়কের নেতৃত্বে একদিনের ম্যাচের সিরিজে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গায় উঠে আসার ক্ষেত্রে ভারতীয় দল মাত্র একধাপ পিছিয়ে রয়েছে। পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের থেকেও বড় কথা হল সিরিজ জয়। যদি এই সিরিজটা ভারত জয় করতে পারে তাহলে বিরাটরা প্রোটিয়াসদের মাটিতে ইতিহাস রচনা করবে’।

‘আর ভারতীয় দলের খেলোয়াড়রা যেভাবে এগিয়ে চলেছে তাতে আমার তো মনে হয়না কোনও ভুল করবে ওরা। এবং এই জয়ের ধারা বজায় রেখেই ভারত শনিবার সিরিজ জয় করে নেবে, তা আগাম বলে দিতে পারি। দক্ষিণ আফ্রিকা দলে এবি কামব্যাক করেছে, এটা নিয়ে আমি বেশি ভাবতে চাই না। কারণ একটা খেলোয়াড় দিয়ে কখনো একটা দল জয় তুলে নায় না। তাই এবি-র প্রত্যাবর্তন ভারতীয় দলের কাছে কোনও এক্স-ফ্যাক্টর হবে না’।