• facebook
  • twitter
Sunday, 27 April, 2025

ঘোষিত হল সুপার কাপের সূচি

ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যদি নিজেদের প্রথম ম্যাচে জেতে তাহলে ২৬ এপ্রিল কোয়ার্টার ফাইনালে ডার্বি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘোষিত হল সুপার কাপের সূচি। ভুবনেশ্বরে নকআউট ফরম্যাটে খেলা হবে এই টুর্নামেন্ট। আর প্রথম দিনেই মাঠে নামবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তবে প্রশ্ন থাকছে আইলিগের দলগুলি নিয়ে, কারণ লিগ শেষ হয়ে গেলেও আইলিগ চ্যাম্পিয়নের নাম এখনও ঘোষণা করা যায়নি আইনি জটিলতায়। আর তাই প্রশ্ন উঠছে যে কারা খেলবে সুপার কাপে?

সোমবার সুপার কাপের সূচি প্রকাশ করেছে এআইএফএফ। এবার প্রত্যেকটি ম্যাচের দিনক্ষণ প্রকাশ করেছে ফেডারেশন। ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার কাপ। ফাইনাল হবে ৩ মে। টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামবে দুই প্রধান। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে গতবারের সুপার কাপ জয়ী ইস্টবেঙ্গল। অন্যদিকে, আইলিগের তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে নামবে মোহনবাগান। আইলিগের চূড়ান্ত ফলাফল এখনও সরকারিভাবে জানানো না হলেও, মোলিনাদের প্রতিপক্ষ হতে পারে রিয়াল কাশ্মীর এফসি। ২৪ এপ্রিল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে মহামেডান।

ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যদি নিজেদের প্রথম ম্যাচে জেতে তাহলে ২৬ এপ্রিল কোয়ার্টার ফাইনালে ডার্বি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রশ্ন থাকছে, আইলিগের প্রথম এবং দ্বিতীয় স্থানে কোন দলগুলি থাকবে? কারণ ইন্টার কাশীর তিন পয়েন্টের আবেদন আপিল কমিটিতে আটকে। জানুয়ারি মাসে নামধারী এফসি’র বিরুদ্ধে ০-২ গোলে হেরেছিল ইন্টার কাশী। কিন্তু ওই ম্যাচে ইন্টার কাশীর অভিযোগ তোলে, ‘অবৈধ প্লেয়ার’ খেলিয়েছিল নামধারী। তাই গোটা বিষয়টি এখনও আপিল কমিটির বিচারাধীন, যার শুনানি হতে চলেছে আগামী ২৮ এপ্রিল। তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে যে তার আগে কী করে আইলিগের প্রথম এবং দ্বিতীয় দল নির্ধারণ করে সুপার লিগের ম্যাচ খেলানো হবে, তা নিয়ে।