ভারতীয় দলের সামনে এবারে প্রতিপক্ষ বাংলাদেশ। ইতিমধ্যেই অবসর ভেঙে সুনীল ছেত্রী ভারতীয় দলে যোগ দিয়েছেন। আর জাতীয় দলের কোচ মানোলো মার্কেস জাতীয় শিবিরে ডেকে নিলেন ম্যাকার্টন লুইস নিকসনকে। নর্থ ইস্ট ইউনাইটেডের হয় খেলেছেন এবার আইএসএল ফুটবলে।
মাঝমাঠের এই ফুটবলার নিকসন শুধু ভালো খেলেছেন তাই নয়,বেশ কয়েকটা গোলও করেছিলেন। তাই নিকসনকে পছন্দ কোচের।শিবিরে ডেকে নিতে আর দেরি করেননি জাতীয় দলের কোচ। আগেই উদান্ত সিংকে শিবিরে যোগ দেন। কোচ মানোলো বুঝিয়ে দিলেন, চোট পাওয়া ফুটবলারদের মাঠে নামাতে চান না। মনবীর সিং ও ব্র্যান্ডন ফার্নান্ডেজ মালদ্বীপের বিরুদ্ধে খেলার দিন জিমে গিয়ে চোট পেয়ে বসেন মনবীর। মালদ্বীপের বিরুদ্ধে খেলার সময় ৪২ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন ব্র্যান্ডন। তাঁকে দলে রাখা হয়নি।
তবে চোটের কারণে ডাক পাওয়া সত্ত্বেও লালিয়ানজুয়ালা ছাংতে শিবিরে যোগ দিতে পারেননি। এদিকে বাংলাদেশ দল হামজা চৌধুরিকে নিয়ে আসছে ভারতে। সকলে তাকিয়ে আছেন আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে ভারত জেতে কিনা? বিশেষ করে হামজা দলের সঙ্গে যোগ দেওয়ায় মনোবলের দিকে দিয়ে অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ। এই মুহুর্তে মালদ্বীপের বিরুদ্ধে জয় পাওয়াতে আত্মবিশ্বাসী ভারতীয় দল কী পরিকল্পনায় লড়াই গড়ে তোলে সেটাই দেখবার বিষয়। কোনও ভাবেই আগ্রাসী ভূমিকা থেকে পিছিয়ে থাকবেন না সুনীল ছেত্রীরা।