সুনীল বোস মেমোরিয়াল টেবলটেনিস

নিজস্ব প্রতিনিধি— বয়সভিত্তিক সুনীল বোস মেমোরিয়াল আন্তঃক্লাব টেবলটেনিস প্রতিযোগিতার আয়োজন করে বালিগঞ্জ ইনস্টিটিউট৷ ১১ বছর বয়সী খেলায় দলগতভাবে চ্যাম্পিয়ন হয় ডি পি বোস মেমোরিয়াল টিটি একাডেমি (বি)৷ আর রানার্স আপ হয়েছে ডি পি বোস মেমোরিয়াল টিটি একাডেমি (সি)৷ ১৩ বছর বয়সী বিভাগে চন্দননগর শক্তি সংঘ চ্যাম্পিয়ন হয় সিএলটি(বি)-কে হারিয়ে৷ ১৫ বছর বয়সী বিভাগে নবীন সংঘ(এ) সেরা হয়েছে রাজপুত টেবল টেনিস একাডেমিকে হারিয়ে৷ অনুষ্ঠান মঞ্চে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয় বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক শ্যামসুন্দর ঘোষ, কোচ মিহির ঘোষ এবং ঐহিকা মুখার্জির মা’কে৷ ঐহিকা এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মুম্বইতে রিজার্ভ ব্যাঙ্কের একটি সংবর্ধনা অনুষ্ঠানে চলে যাওয়ার জন্য৷ উদ্যোক্তাদের পক্ষ থেকে রবি চ্যাটার্জি জানান, ‘আমাদের লক্ষ্য, বাংলার প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা এবং প্রশিক্ষণ দিয়ে সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করা৷